RG Kar Medical College and Hospital Incident

নির্যাতিতার বাবা-মা’র কাছে আর্জি কংগ্রেসের

প্রদেশ ও উত্তর ২৪ পরগনা জেলা (শহর) কংগ্রেসের নেতাদের সঙ্গে নিয়ে বুধবার পানিহাটিতে নির্যাতিতা চিকিৎসকের বাড়িতে গিয়েছিলেন শুভঙ্কর।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১০ জুলাই ২০২৫ ০৮:৩২
আর জি কর হাসপাতালের নির্যাতিতা ও নিহত চিকিৎসকের বাড়ির পথে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার।

আর জি কর হাসপাতালের নির্যাতিতা ও নিহত চিকিৎসকের বাড়ির পথে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। —নিজস্ব চিত্র।

রাজ্যে বেড়ে চলা নারী নির্যাতনের ঘটনা এবং আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে আজ, বৃহস্পতিবার ‘লালবাজার অভিযানে’র ডাক দিয়েছে কংগ্রেস। আর জি কর-কাণ্ডের বছর ঘুরে গেলেও বিচার না পাওয়ার প্রশ্ন তুলে আগামী ৮ অগস্ট তারা ডাক দিয়েছে সিবিআই দফতর অভিযানের। আর জি কর-কাণ্ডের বর্ষপূর্তির দিন, ৯ অগস্ট হবে শ্যামবাজারে সুভাষচন্দ্রের মূর্তি থেকে হাসপাতাল পর্যন্ত মোমবাতি মিছিল। এই সব কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য আর জি করের নিহত চিকিৎসক-ছাত্রীর বাবা-মায়ের কাছে আর্জি জানিয়ে এলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তাঁর দাবি, তাঁদের আমন্ত্রণে সাড়া দিতে বাবা-মা আগ্রহী। তবে কংগ্রেসের এই সব কর্মসূচি পতাকা ছাড়া হবে না। অন্য কাজ পূর্বনির্ধারিত থাকায় ‘লালবাজার অভিযানে’ নির্যাতিতার বাবা-মা শেষ পর্যন্ত আসতে পারবেন কি না, তা বৃহস্পতিবারই জানাবেন।

প্রদেশ ও উত্তর ২৪ পরগনা জেলা (শহর) কংগ্রেসের নেতাদের সঙ্গে নিয়ে বুধবার পানিহাটিতে নির্যাতিতা চিকিৎসকের বাড়িতে গিয়েছিলেন শুভঙ্কর। পরে প্রদেশ সভাপতি বলেছেন, ‘‘আর জি কর-কাণ্ডে দোষীদের সাজা হলে পরের ঘটনাগুলো এ ভাবে ঘটত না। সরকারি হাসপাতালে শুধু লালসার জন্য এমন ঘটনা ঘটল, নাকি বৃহত্তর ষড়যন্ত্র চাপা দেওয়ার জন্য লালসার কাহিনি সামনে রাখা হল, তার উত্তর এখনও পাওয়া গেল না। তথ্য-প্রমাণ লোপাটের কথা কিছুই না বলে সিবিআই তাদের চার্জশিটে পুলিশের তদন্তকেই মান্যতা দিয়েছে। আসলে নীতীশ কুমার, চন্দ্রবাবু নায়ডুদের উপরে পুরো ভরসা নেই বলে মোদী সরকার তৃণমূল কংগ্রেসকে হাতে রাখতে চায়।’’ প্রাকৃতিক দুর্যোগ হলেও পুলিশের নিষ্ক্রিয়তার প্রতিবাদে শান্তিপূর্ণ ভাবেই তাঁরা ‘লালবাজার অভিযান’ করবেন বলে জানিয়েছেন শুভঙ্কর।

আরও পড়ুন