Congress

রাজীব-স্মরণে সেনাকে কুর্নিশ, মালবীয়ের নামে এফআইআর

পহেলগামে সাম্প্রতিক জঙ্গি হানা এবং তার পরে ভারত-পাকিস্তান সংঘাতের আবহকে কাজে লাগিয়ে বিজেপির বিরুদ্ধে বিভাজন এবং ‘কুৎসিত রাজনীতি’র অভিযোগ তুলেও সরব হল কংগ্রেস।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২২ মে ২০২৫ ০৫:১০
রাজীব-স্মরণে যুব কংগ্রেসের অনুষ্ঠানে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার।

রাজীব-স্মরণে যুব কংগ্রেসের অনুষ্ঠানে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। —নিজস্ব চিত্র।

সন্ত্রাসবাদী হামলায় নিহত হয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। তাঁর প্রয়াণ দিবসে রাজীবকে স্মরণের পাশাপাশিই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দিল কংগ্রেস। পহেলগামে সাম্প্রতিক জঙ্গি হানা এবং তার পরে ভারত-পাকিস্তান সংঘাতের আবহকে কাজে লাগিয়ে বিজেপির বিরুদ্ধে বিভাজন এবং ‘কুৎসিত রাজনীতি’র অভিযোগ তুলেও সরব হল তারা। প্রদেশ কংগ্রেসের সদর দফতর বিধান ভবনে বুধবার রাজীব স্মরণে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, প্রদীপ ভট্টাচার্য-সহ দলের নেতারা। শেওড়াফুলিতে হুগলি জেলা কংগ্রেসের তরফে রাজীব স্মরণে ছিলেন প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল মান্নান। বিকালে বিধান ভবনে যুব কংগ্রেসের তরফে ভারতীয় সেনাবাহিনীর শহিজ জওয়ানদের শ্রদ্ধা এবং সেনার কৃতিত্বকে কুর্নিশ জানিয়ে কর্মসূচি নেওয়া হয়েছিল। হাজরা মোড়ে এ দিনই দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের ডাকে রাজীব স্মরণের পাশাপাশি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নিয়ে বিজেপির প্রচারের বিরুদ্ধে প্রতিবাদে ছিলেন জেলা সভাপতি প্রদীপ প্রসাদ-সহ অন্যেরা। রাহুলের মুখের সঙ্গে পাক সেনা প্রধান আসিম মুনিরের ছবি দিয়ে ‘বিকৃত প্রচারে’র অভিযোগ তুলে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালবীয়ের বিরুদ্ধে রাজ্য জুড়ে এফআইআর করার কর্মসূচি নিয়েছেন শুভঙ্করেরা। ভবানীপুর, বৌবাজার-সহ একাধিক থানায় এ দিন অভিযোগ দায়ের করেছে কংগ্রেস, এই কর্মসূচি চলবে বৃহস্পতিবারও।

আরও পড়ুন