Gardenreach Scam

গার্ডেনরিচে ভুয়ো কল সেন্টার খুলে কোটি টাকার প্রতারণায় ধৃত ৪, উদ্ধার বহুমূল্য সোনার গহনাও

ধৃতদের নাম খালিদ ইউসুফ খান, জাস্টিন পাল, মহম্মদ শাহরুখ এবং মুসিল খান। সকলেরই বয়স ২৮ থেকে ৩৩-এর মধ্যে। তাঁদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৬৬, ৪৩ এবং তথ্যপ্রযুক্তি আইনের বেশ কয়েকটি ধারায় মামলা রুজু হয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১২:২২

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

ভুয়ো কল সেন্টারের আড়ালে চলছিল প্রতারণার চক্র! এ বার গার্ডেনরিচে অভিযান চালিয়ে সেই চক্রের খোঁজ পেল পুলিশ। ধরা পড়লেন চার জন। বাজেয়াপ্ত করা হল নগদ ও সোনা মিলিয়ে এক কোটি ১৮ লক্ষ টাকা।

Advertisement

গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মঙ্গলবার গার্ডেনরিচের আয়রন গেট রোডের কাছে হোয়াইট হাউস বিল্ডিংয়ে অভিযান চালিয়েছিল পুলিশের গোয়েন্দা দল। সেখান থেকে বহুমূল্য সোনা ও নগদ মিলিয়ে প্রায় ১.১৮ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। সঙ্গে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি ল্যাপটপ, একটি ইন্টারনেট রাউটার এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি। পাশাপাশি, সন্দেহভাজন চার যুবককে গ্রেফতারও করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম খালিদ ইউসুফ খান, জাস্টিন পাল, মহম্মদ শাহরুখ এবং মুসিল খান। সকলেরই বয়স ২৮ থেকে ৩৩-এর মধ্যে। তাঁদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৬৬, ৪৩ এবং তথ্যপ্রযুক্তি আইনের বেশ কয়েকটি ধারায় মামলা রুজু হয়েছে। অভিযোগ, গার্ডেনরিচে বেআইনি কল সেন্টারের আড়ালে আসলে প্রতারণার চক্র চালাচ্ছিলেন ওই চার যুবক। ধৃতদের বুধবার কলকাতা সিজেএম আদালতে হাজির করিয়ে হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।

Advertisement
আরও পড়ুন