SIR in West Bengal

ভোটারদের শুনানিকেন্দ্র বহিরাগত মুক্ত করতে হবে! দিল্লি থেকে রাজ্যের সিইও দফতরকে নির্দেশ দিল নির্বাচন কমিশন

হুগলির চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার সম্প্রতি এক শুনানিকেন্দ্রে গিয়ে শুনানি প্রক্রিয়া বন্ধ করিয়ে দেন। ধনেখালির তৃণমূল বিধায়ক অসীমা পাত্রও একই হুঁশিয়ারি দিয়েছিলেন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৬ ২১:৫২
শুনানিকেন্দ্রের বাইরে নথি হাতে ভোটারদের অপেক্ষা।

শুনানিকেন্দ্রের বাইরে নথি হাতে ভোটারদের অপেক্ষা। ছবি: পিটিআই।

ভোটারদের শুনানিকেন্দ্র বহিরাগতমুক্ত করতে হবে। এমনটাই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-র দফতরে এই মর্মে চিঠিও পাঠিয়ে দিয়েছে কমিশন। বাইরের কেউ যেন শুনানিকেন্দ্রে প্রভাব খাটাতে বা হস্তক্ষেপ করতে না পারেন, তা নিশ্চিত করতে হবে। সিইও দফতরকে এমনটাই জানিয়েছে কমিশন।

Advertisement

রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর শুনানি পর্বে বিভিন্ন জায়গায় ‘অব্যবস্থা’র অভিযোগ উঠেছে। এরই মধ্যে হুগলির চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার এক শুনানিকেন্দ্রে গিয়ে শুনানি প্রক্রিয়া বন্ধ করিয়ে দেন। ধনেখালির তৃণমূল বিধায়ক অসীমা পাত্রও একই হুঁশিয়ারি দেন। পর পর এই ঘটনাগুলির পরে এ বার সিইও দফতরকে চিঠি পাঠিয়ে জানিয়ে দেওয়া হল, বহিরাগতরা যেন শুনানিতে প্রভাব ফেলতে না পারেন। জাতীয় নির্বাচন কমিশনের দিল্লির অফিস থেকে রাজ্যের সিইও দফতরকে বলে দেওয়া হয়েছে, শুনানিকেন্দ্রের নিরপেক্ষতা, স্বচ্ছতা ও ন্যায্যতা বজায় রাখা প্রয়োজন। সেই কারণেই এই নির্দেশ পালন করতে হবে।

গত সপ্তাহের শনিবার থেকে রাজ্যে ভোটারদের শুনানি শুরু হয়েছে। চলছে নথিপত্র যাচাইয়ের প্রক্রিয়া। তাতে শুনানিকেন্দ্রে পৌঁছোতে গিয়ে অনেকেই সমস্যায় পড়েছেন, এমন অভিযোগও উঠে এসেছে। বিশেষ করে পাহাড়ি অঞ্চল, বনাঞ্চলে যাতায়াতের সমস্যার কথা উঠে এসেছে। সূত্রের খবর, এই সমস্যার কথা নজরে এসেছে কমিশনেরও। সেই কারণেই রাজ্যের ১৬০টি জায়গায় অতিরিক্ত শুনানিকেন্দ্রের অনুমতি দিয়েছে কমিশন। জানা যাচ্ছে, রাজ্যের ১২টি জেলার ভিন্ন ভিন্ন জায়গায় এই শুনানিকেন্দ্র চালু করতে বলা হয়েছে। ওই এলাকাগুলিতে শুনানির সময়ে পর্যান্ত নিরাপত্তাও নিশ্চিত করতে হবে বলে সিইও দফতরকে জানানো হয়েছে।

দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, হাওড়া এবং উত্তর ২৪ পরগনা— এই ১২টি জেলায় অতিরিক্ত শুনানিকেন্দ্র চালুর অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে দার্জিলিঙে। সেখানে ৩৯টি অতিরিক্ত শুনানিকেন্দ্রের অনুমতি দিয়েছে কমিশন। এ ছাড়া আলিপুরদুয়ারেও ৩৮টি অতিরিক্ত শুনানিকেন্দ্রের অনুমতি মিলেছে।

Advertisement
আরও পড়ুন