Kolkata Fire

ধর্মতলায় খাবার-দোকানে আগুন, ধোঁয়ায় ঢাকল চারপাশ, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন

ধর্মতলায় একটি খাবারের দোকানে শনিবার সকালে হঠাৎ আগুন লেগে যায়। দমকলের ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। আগুনের কারণে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:৫৬
শনিবার সকালে ধর্মতলায় খাবারের দোকানে আগুন।

শনিবার সকালে ধর্মতলায় খাবারের দোকানে আগুন। —নিজস্ব চিত্র।

সাতসকালে ধর্মতলায় অগ্নিকাণ্ড। একটি খাবারের দোকানে হঠাৎ আগুন লেগে যায়। ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। খবর পেয়ে ঘটনাস্থলে প্রথমে দমকলের দু’টি ইঞ্জিন যায়। পরে আগুন বেশি ছড়িয়ে পড়লে আরও তিনটি ইঞ্জিন আনা হয়। আগুন নিয়ন্ত্রণে এলেও ধোঁয়া রয়েছে এলাকায়। এখনও কাজ করছে দমকল।

Advertisement

ধর্মতলার মোড়ের কাছে নিউ মার্কেট এলাকায় একটি জনপ্রিয় বিরিয়ানির দোকানের পাশে ছোট খাবারের দোকানে আগুন লেগেছিল। ঘিঞ্জি এলাকা হওয়ায় আতঙ্ক ছড়ায়। যে ভবনে আগুন লেগেছিল, তার উপরে কিছু অফিস রয়েছে। কয়েকটি পরিবারও থাকে সেখানে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে তাঁরাও আতঙ্কিত হয়ে পড়েন। দমকলকর্মীরা রাস্তায় দাঁড়িয়ে পাইপের মাধ্যমে জল দেন। সাদা ধোঁয়ায় চারপাশ ঢেকে যায়। পরিস্থিতি দেখতে রাস্তায় লোকজন দাঁড়িয়ে পড়েছিলেন।

সকালের দিকে অনেক দোকানই বন্ধ ধর্মতলায়। কী ভাবে ওই দোকানে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

ধর্মতলা এলাকায় যাঁদের দোকান রয়েছে, আগুনের খবর শুনে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েছিলেন। এর ফলে বেশ কিছু ক্ষণের জন্য ধর্মতলার ব্যস্ত রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। সমস্যায় পড়েন সাধারণ মানুষ। যে দোকানে আগুন লেগেছিল, সেখানে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, এখনও স্পষ্ট নয়। দমকল আগুন লাগার কারণ খতিয়ে দেখবে।

Advertisement
আরও পড়ুন