Train Accident at Shalimar Station

লাইন টপকে প্ল্যাটফর্ম পৌঁছোতে গিয়ে শালিমার স্টেশনে ট্রেনের ধাক্কায় মৃত্যু একজনের, আহত এক

রেল সূত্রে খবর, সোমবার সন্ধ্যাবেলায় পেশায় ব্যবসায়ী ওই তিনজন ব্যক্তি শালিমার স্টেশনের তিন নম্বর গেটের কাছে নামেন।কলকাতায় এসেছিলেন ব্যবসার সামগ্রী কিনতে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ০১:৫০
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

শালিমার স্টেশনের কাছে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু এক ব্যক্তির, গুরুতর আহত আরও একজন। সোমবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে স্টেশনের তিন নম্বর গেটের কাছে। মৃতের বাড়ি ওড়িশার ব্রহ্মপুর গঞ্জাম জেলার কালিকট থানা এলাকায়। আহত ব্যক্তিকে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অল্পের জন্য রক্ষা পেয়েছেন আরও একজন। কিছুক্ষণের জন্য ব্যহত থাকার পর ফের স্বাভাবিক হয় ট্রেন পরিষেবা।

Advertisement

রেল সূত্রে খবর, সোমবার সন্ধ্যাবেলায় পেশায় ব্যবসায়ী ওই তিনজন ব্যক্তি শালিমার স্টেশনের তিন নম্বর গেটের কাছে নামেন।কলকাতায় এসেছিলেন ব্যবসার সামগ্রী কিনতে। তাড়াতাড়ি স্টেশনে পৌঁছনোর তাগিদে ওভারব্রিজ না উঠে, রেললাইন টপকে প্ল্যাটফর্মে যেতে যান। সেই সময় ওই লাইনে একটি দুরপাল্লার ট্রেন এসে পড়ায় ঘটে বিপদ। ট্রেন ধাক্কা মারে একজনকে, ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর, দ্বিতীয়জন কোনওমতে পাশের লাইনে সরে গিয়ে রক্ষা পান, আর একজন নিরুপায় হয়ে লাইনে শুয়ে পড়েন। মাথায় চোট লাগে তাঁর।

দুর্ঘটনার কথা জানার পরে ঘটনাস্থলে ছুটে আসেন স্টেশনে কর্মরত আরপিএফ, জিআরপিএফ এবং রেলে আধিকারিকেরা। মৃত ব্যাক্তির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান তাঁরা।

Advertisement
আরও পড়ুন