Stealing

পরিবারে তিন জন পুলিশ, হাওড়ার সেই বাড়িতে চুরি! পালানোর সময় ঘরে আগুন ধরিয়ে দিল চোরেরা

পরিমল কোটাল হুগলির গোঘাট থানার কনস্টেবল। সজল কোটাল দক্ষিণ ২৪ পরগনার বজবজ ফাঁড়ির কনস্টেবল। আর উজ্জ্বল কোটাল উদয়নারায়ণপুর থানায় হোমগার্ডের চাকরি করেন। তা ছাড়াও শুভাশিস কোটাল নামে অপর সদস্য রাজ্যপালের অফিসে নিরাপত্তারক্ষী।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ জুন ২০২৫ ১৪:৫৯
thief

আলমারি ভেঙে নগদ টাকা এবং গয়না চুরির অভিযোগ। —নিজস্ব চিত্র।

বাড়ির তিন সদস্য পুলিশের চাকরি করেন। তাঁদের এক জন আবার রাজ্যপালের অফিসে নিরাপত্তারক্ষী। তাঁদের বাড়িতে ঢুকে ঘরদোর লন্ডভন্ড করে সর্বস্ব লুট করে নিয়ে পালাল চোরেরা। পালানোর সময় বাড়ির একাংশে কেরোসিন ছিটিয়ে আগুন ধরিয়ে দিয়ে গেল তারা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুপ থানার মুন্সিরহাট ধসা জেলেপাড়া এলাকায়। প্রাথমিক তদন্তের পর পুলিশ মনে করছে, শুধু চুরি নয়, ব্যক্তিগত কোনও শত্রুতা থেকে বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে অভিযুক্তেরা।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, জগৎবল্লভপুরের কোটাল পরিবারের তিন জন পুলিশের চাকরি করেন। পরিমল কোটাল হুগলির গোঘাট থানার কনস্টেবল। সজল কোটাল দক্ষিণ ২৪ পরগনার বজবজ ফাঁড়ির কনস্টেবল। আর উজ্জ্বল কোটাল উদয়নারায়ণপুর থানায় হোমগার্ডের চাকরি করেন। তা ছাড়াও শুভাশিস কোটাল নামে অপর সদস্য রাজ্যপালের অফিসে নিরাপত্তারক্ষী। রবিবার রাতে পুলিশের বাড়িতেই চুরি হয়েছে!

গৃহকর্ত্রী অষ্টবালা কোটাল জানান, রবিবার বাড়িতে কেউ ছিলেন না। সকলে একটি নিমন্ত্রণবাড়িতে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন ঘরদোর লন্ডভন্ড। আলমারি ভাঙা, জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তিনি বলেন, ‘‘নগদ তিরিশ হাজার টাকা এবং গহনা চুরি করে নিয়ে গিয়েছে। প্রায় তিন লক্ষ টাকার গয়না লুট হয়েছে।’’ তিনি আরও বলেন, ‘‘একটি ঘরে কেরোসিন তেল ছিল। পালানোর সময় সেই কেরোসিন ছিটিয়ে বাড়িতে আগুন লাগিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।’’

যে বাড়ির তিন জন পুলিশ, সেই বাড়িতে এমন চুরির ঘটনায় স্বাভাবিক ভাবে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তা ছাড়া বাড়িটির একাংশ পুড়ে গিয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ। যদিও এখনও কাউকে আটক বা গ্রেফতার করা যায়নি।

Advertisement
আরও পড়ুন