—প্রতিনিধিত্বমূলক ছবি।
মদের আসরে ডেকে নিয়ে গিয়ে এক প্রোমোটারের পেটেছুরি মেরে তাঁকে খুনের চেষ্টার অভিযোগ উঠল আর এক প্রোমোটারের বিরুদ্ধে। রবিবার গভীর রাতে এই ঘটনাটি ঘটেছে হাওড়ার বাঁকড়ার করাতকল এলাকায়।হামলাকারী যুবককে সোমবার সকালে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম ওয়াহাব মোল্লা।আক্রান্ত ব্যক্তিকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, প্রোমোটিংয়ের ব্যবসায় টাকাপয়সার ভাগ-বাঁটোয়ারা নিয়ে গোলমালের জেরে এই ঘটনা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকড়ার করাতকল এলাকায় গতচার বছর ধরে প্রোমোটিংয়ের ব্যবসা করেন শেখ বশির এবং তাঁর বন্ধু ওয়াহাব। রবিবার রাতে এলাকার একটি নির্মীয়মাণ বাড়িতে মদের আসর বসিয়েছিল ওয়াহাবও তার বন্ধুরা। সেখানে বশিরকে ডাকে ওয়াহাব।
অভিযোগ, ওই নেশার আসরে টাকাপয়সার ভাগাভাগি নিয়ে পুরনো কোনওশত্রুতার জেরে সে বশিরকে গালিগালাজ করতে থাকে। তখন রেগে গিয়ে ওয়াহাবকে চড় মারেন বশির। অভিযোগ, এর পরেইওয়াহাব পকেট থেকে একটি ছুরি বার করে বশিরের পেটে ঢুকিয়ে দেয়। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ওই ব্যক্তি।
খবর পেয়ে ছুটে আসে বাঁকড়া ফাঁড়ির পুলিশ। ওয়াহাব এবংএক জন মিস্ত্রিকে জিজ্ঞাসাবাদের জন্য প্রথমে আটক করা হয়। পরে গ্রেফতার করা হয় ওয়াহাবকে। আহত বশিরকে প্রথমেডোমজুড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকেস্থানান্তরিত করা হয় হাওড়া জেলা হাসপাতালে।