Death in Howrah

‘অম্বল সারিয়ে দেব আয়’, চটকল কর্মীর পায়ুদ্বার দিয়ে হাওয়া ঢোকালেন সহকর্মীরা! মশকরায় প্রাণ গেল হাওড়ায়

অসুস্থ শ্রমিককে আনা হয়েছিল কলকাতার মানিকতলা ইএসআই হাসপাতালে। সেখানে রবিবার রাতেই তাঁর মৃত্যু হয়েছে খবর। পুলিশ সূত্রের খবর, মৃতের বয়স ৫৩ বছর।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৫৩
death

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

সহকর্মীদের মশকরার জেরে প্রাণ গেল এক চটকল কর্মীর। হাওড়ার বাউড়িয়া চটকলে তিনি কাজ করতেন। অভিযোগ, গ্যাস-অম্বলের সমস্যা সারিয়ে দেবেন বলে সবেদ মল্লিক নামে ওই শ্রমিককে ডেকে তাঁর পায়ুদ্বারে হাওয়া ঢুকিয়ে দেন দুই সহকর্মী। অসুস্থ হয়ে পড়েন ওই চটকল কর্মী। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তাঁর। পুলিশ সূত্রের খবর, মৃতের বয়স ৫৩ বছর। তাঁর বাড়ি হাওড়া গ্রামীণের বাউড়িয়া থানা এলাকায়। শ্রমিকের মৃত্যুতে তাঁর পরিবার থানায় লিখিত অভিযোগ করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

স্থানীয় সূত্রের খবর, রবিবার সকাল ১১টা নাগাদ ‘ডিউটি’ শেষ করে চটকল থেকে বাড়ি ফেরার তোড়জোড় করছিলেন সবেদ। তাঁর গ্যাস-অম্বলের সমস্যা ছিল। সহকর্মীরা সেটা জানতেন। সবেদ যখন কারখানা থেকে বেরোতে যাবেন, তখন তাঁকে দুই সহকর্মী ডেকে জানান, তাঁর অসুখ সারিয়ে দেবেন। এর পর মজা করে মিলের যন্ত্রাংশে হাওয়া দেওয়ার যন্ত্র দিয়ে সবেদের পায়ুদ্বার দিয়ে হাওয়া ঢুকিয়ে দেন তাঁরা।

কিছু ক্ষণের মধ্যে সবেদের সারা শরীর ফুলে যায়। বিষয়টি জানতে পেরে কারখানার কয়েক জন ওই কর্মীকে উলুবেড়িয়া ইএসআই হাসপাতালে নিয়ে যান। খবর দেওয়া হয় সবেদের পরিবারকে। কিন্তু সবেদের শারীরিক পরিস্থিতির আরও অবনতি হয়। তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসকেরা।

সবেদকে আনা হয়েছিল কলকাতার মানিকতলা ইএসআই হাসপাতালে। সেখানে রবিবার রাতেই তাঁর মৃত্যু হয়েছে খবর।

Advertisement
আরও পড়ুন