SIR in West Bengal

শামির পরে লক্ষ্মীরতন শুক্ল! এসআইআরের শুনানির ডাক পেলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়া প্রতিমন্ত্রী

লক্ষ্মীরতন শুক্ল জানিয়েছেন, এসআইআরের শুনানির জন্য গত ৭ জানুয়ারি তাঁকে ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু বিজয় হজারে ট্রফিতে দলের কোচিংয়ে ব্যস্ত থাকার কারণে তিনি হাজিরা দিতে যেতে পারেননি।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৬ ১৫:৩৪
লক্ষ্মীরতন শুক্ল।

লক্ষ্মীরতন শুক্ল। — ফাইল চিত্র।

রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এ শুনানির ডাক পেলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার তথা বাংলা দলের বর্তমান কোচ লক্ষ্মীরতন শুক্ল। এর আগে ভারতীয় দলের ক্রিকেটার মহম্মদ শামিকে এসআইআরের নোটিস পাঠিয়েছিল কমিশন। গত ৭ জানুয়ারি হাজিরার জন্য নোটিস পাঠানো হয় শুক্লকে। খেলা থাকার কারণে শুনানিতে হাজিরা দিতে পারেননি বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন ক্রীড়া প্রতিমন্ত্রী।

Advertisement

লক্ষ্মী জানিয়েছেন, এসআইআরের শুনানির জন্য গত ৭ জানুয়ারি তাঁকে ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু বিজয় হজারে ট্রফিতে দলের কোচিংয়ে ব্যস্ত থাকার কারণে তিনি হাজিরা দিতে যেতে পারেননি। তিনি বাংলা দলের কোচ হিসাবে টুর্নামেন্টে ছিলেন। ওই টুর্নামেন্ট থেকে দল বিদায় নেওয়ার পরে তিন দিন আগে লক্ষ্মী কলকাতায় ফিরেছেন। কবে শুনানির জন্য যাবেন, কথা বলে স্থির করবেন। সূত্রের খবর, প্রাক্তন ক্রিকেটারের বাবার নাম নিয়ে সমস্যা হয়েছে। লক্ষ্মী হাওড়া উত্তরের ভোটার। তিনি এ রাজ্যের প্রাক্তন ক্রীড়া প্রতিমন্ত্রী ছিলেন। তিনি সেই দায়িত্ব ছেড়ে দেওয়ার পরে মনোজ তিওয়ারি ওই পদে বসেন।


এই বিজয় হজারে টুর্নামেন্টে খেলার কারণে শামি এসআইআরের ডাক পেয়েও যেতে পারেননি। তিনি কলকাতার রাসবিহারী বিধানসভার অন্তর্গত ৯৩ নম্বর ওয়ার্ডের ভোটার। এনুমারেশন ফর্মে ২০০২ সালের তালিকার সঙ্গে যোগ দেখাতে পারেননি বলে তাঁকে তলব করা হয় বলে কমিশন সূত্রে খবর। এই নিয়ে কমিশনকে নিশানা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Advertisement
আরও পড়ুন