Criminals Arrested at Howrah Station

হাওড়া স্টেশনচত্বর থেকে পাকড়াও পঞ্জাবের কুখ্যাত তিন দুষ্কৃতী! গা ঢাকা দিয়ে ছিলেন কলকাতায়

পঞ্জাবের অপরাধচক্রের সঙ্গে জড়িত ওই তিন জনের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ধৃত তিন জনই পঞ্জাবের বাসিন্দা। পঞ্জাব পুলিশের এসটিএফ তিনমূর্তিকে খুঁজছিল।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৬ ১৬:৩৭

—প্রতিনিধিত্বমূলক ছবি।

পঞ্জাবের একটি কুখ্যাত গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার হাওড়া স্টেশনচত্বর থেকে। হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে তিন জনকে ধরেছে গোলাবাড়ি থানার পুলিশ। ধৃতদের নাম করণ পাঠক, তরণদীপ সিংহ এবং আকাশদীপ সিংহ।

Advertisement

পঞ্জাবের অপরাধচক্রের সঙ্গে জড়িত ওই তিন জনের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ধৃত তিন জনই পঞ্জাবের বাসিন্দা। পঞ্জাব পুলিশের এসটিএফ তিনমূর্তিকে খুঁজছিল। গত ১৫ ডিসেম্বর পঞ্জাবে এক কবাডি খেলোয়াড় খুনের পর থেকে তিন অভিযুক্ত পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন। গ্যাংটক হয়ে কলকাতায় গিয়ে গা ঢাকা দিয়েছিলেন তাঁরা। তবে তড়িঘড়ি এখান থেকে পালানোর চেষ্টায় ছিলেন। সে জন্য রবিবার রাতে তাঁরা হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে অন্য কোথাও পালানোর ছক কষছিলেন। বিভিন্ন সূত্র মারফত এই খবর পেয়ে গোলাবাড়ি থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করে পঞ্জাব এসটিএফ।

সূত্রমাফিক খবর পেয়ে তক্কে তক্কে ছিল হাওড়া সিটি পুলিশ। রাতে স্টেশনচত্বর থেকেই চিহ্নিত করা হয় অভিযুক্তদের। প্রথমে ধৃতেরা পুলিশকে জানায় তারা কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিশ্নোই দলের সদস্যয়। কিন্তু পঞ্জাব পুলিশ সূত্রে খবর, তদন্তকারীদের বিভ্রান্ত করার জন্য ওই কথা বলেছেন ধৃতেরা। আদতে তাঁরা বিশ্নোই গ্যাংয়ের বিরোধী গোষ্ঠীর সদস্য। তিন জনের বিষয়ে আরও তথ্য জোগাড়ের চেষ্টা করছে পুলিশ।

Advertisement
আরও পড়ুন