West Bengal Weather Update

বড়দিনের আগে আরও নামবে পারদ! আগামী দু’দিন কুয়াশার সতর্কতা রাজ্য জুড়ে, কলকাতায় কী হবে?

রবিবার ছিল চলতি মরসুমের শীতলতম দিন। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হয়েছিল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। সেই আবহে আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিল, বড়দিনের আগে রাজ্যে আরও পারদপতন হতে পারে। এমনকি, কলকাতার তাপমাত্রা পৌঁছে যেতে পারে ১২-১৩ ডিগ্রির ঘরে!

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫ ০৯:৫৮

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

বড়দিনের আগেই হিমের পরশ লেগেছে শহরে। উত্তুরে হাওয়ার দাপটে ঠান্ডায় রীতিমতো জবুথবু জেলা থেকে শহর। রবিবার ছিল চলতি মরসুমের শীতলতম দিন। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হয়েছিল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। সেই আবহে আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিল, বড়দিনের আগে রাজ্যে আরও পারদপতন হতে পারে। এমনকি, কলকাতার তাপমাত্রা পৌঁছে যেতে পারে ১২-১৩ ডিগ্রির ঘরে!

Advertisement

এত দিন ধরে ভোরের দিকে তাপমাত্রা কম থাকলেও বেলা বাড়তেই তাপমাত্রা বেড়ে যাচ্ছিল। ডিসেম্বরের মাঝামাঝি এসেও জাঁকিয়ে শীতের দেখা মিলছিল না। তবে শনিবারের পর থেকে চিত্রটা খানিক পাল্টেছে। সকালের দিকে কুয়াশা, সঙ্গে দিনভর উত্তুরে হাওয়ার দাপটে শনিবার থেকে দিনের তাপমাত্রা অনেকটা কমে গিয়েছে। রবিবার কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ২০.৯ ডিগ্রি সেলসিাস, স্বাভাবিকের থেকে ৫.২ ডিগ্রি কম। সোমবার ভোরে শহরের সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে ১৫.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি বেশি। সঙ্গে কুয়াশায় ঢেকেছে কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা।

হাওয়া অফিস জানিয়েছে, আগামী দু’দিন রাজ্যের সর্বত্র কুয়াশার সতর্কতা রয়েছে। সকালের দিকে দৃশ্যমানতা ৯৯৯ থেকে ২০০ মিটারে নেমে যেতে পারে। কুয়াশা কমলে তাপমাত্রা খানিকটা বাড়বে। পরবর্তী দু’-তিন দিনে তাপমাত্রায় বড়সড় হেরফেরের সম্ভাবনা নেই। তবে বড়দিনে দক্ষিণবঙ্গে ফের তাপমাত্রা কমে যেতে পারে। তার পর থেকে ধীরে ধীরে পারদপতন শুরু হবে। বড়দিন থেকে বর্ষশেষ পর্যন্ত ভালমতোই অনুভূত হবে শীতের আমেজ! তবে উত্তরবঙ্গে আগামী সাত দিন খুব বেশি পারদপতনের সম্ভাবনা নেই।

Advertisement
আরও পড়ুন