Drug Smuggling

লুকিয়ে মাদক এনে স্টেশনে আটক যাত্রী

বৃহস্পতিবার অজমের-শিয়ালদহ এক্সপ্রেস শিয়ালদহ স্টেশনে এসে পৌঁছলে এক যাত্রীর ব্যাগ দেখে সন্দেহ হলে আর পি এফ তাকে আটক করে তল্লাশি চালায়।ওই ব্যক্তির রসুন ভর্তি ব্যাগ তল্লাশি করতে গিয়ে মেলে তিন কেজি মরফিন এবং তিন কেজি হেরোইন।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২১ জুন ২০২৫ ০৮:২৫
ধৃতের নাম আব্বাস আলি ।

ধৃতের নাম আব্বাস আলি । —প্রতীকী চিত্র।

দূরপাল্লার ট্রেনে লুকিয়ে মাদক নিয়ে আসার পথে শিয়ালদহ স্টেশনে এক যাত্রীকে আটক করল রেল রক্ষী বাহিনী। বৃহস্পতিবার অজমের-শিয়ালদহ এক্সপ্রেস শিয়ালদহ স্টেশনে এসে পৌঁছলে এক যাত্রীর ব্যাগ দেখে সন্দেহ হলে আর পি এফ তাকে আটক করে তল্লাশি চালায়।ওই ব্যক্তির রসুন ভর্তি ব্যাগ তল্লাশি করতে গিয়ে মেলে তিন কেজি মরফিন এবং তিন কেজি হেরোইন।আব্বাস আলি নামে ওই যাত্রীকে প্রথমে আটক করে রেল রক্ষী বাহিনী। পরে উদ্ধার হওয়া মাদক এবং অভিযুক্তকে তুলে দেওয়া হয় নার্কোটিক্স কন্ট্রোল বুরোর হাতে। উল্লেখ্য, শিয়ালদহ স্টেশন ব্যবহার করে বিভিন্ন অপরাধমূলক কাজ ঠেকাতে রেল রক্ষী বাহিনী সম্প্রতি একাধিক পদক্ষেপ করেছে। সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি বাড়ানো ছাড়াও তারা নিজস্ব সূত্র থেকে তথ্য সংগ্রহের উপরেজোর দিচ্ছে। ওই প্রক্রিয়াতেই বিভিন্ন ক্ষেত্রে সাফল্য আসছে বলে রেল সূত্রের খবর।

আরও পড়ুন