Chingrighata Metro Complications

চিংড়িঘাটায় মেট্রোর কাজ হলে আন্ডারপাস হবে? যান নিয়ন্ত্রণ কী ভাবে? জট কাটাতে ‘সদর্থক’ বৈঠকের নির্দেশ হাই কোর্টের

চিংড়িঘাটা মোড়ের কাছে মাত্র ৩৬৬ মিটার অংশে মেট্রোর নির্মাণকাজ বাকি আছে। আরভিএনএল জানিয়েছে, মাত্র তিনটি স্তম্ভের কাজ অসম্পূর্ণ রয়েছে। জট কাটাতে মঙ্গলবার বৈঠকে বসবে সব পক্ষ।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১৫:০১
চিংড়িঘাটা মোড়ে বহু দিন ধরে মেট্রোর কাজ আটকে রয়েছে।

চিংড়িঘাটা মোড়ে বহু দিন ধরে মেট্রোর কাজ আটকে রয়েছে। —ফাইল চিত্র।

চিংড়িঘাটায় কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের (সল্টলেক সেক্টর ফাইভ থেকে নিউ গড়িয়া) কাজ সম্পূর্ণ করা এবং এই সংক্রান্ত জটিলতা কাটাতে আগামী মঙ্গলবার সব পক্ষকে বৈঠকে বসার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বৈঠক হবে পার্কস্ট্রিটের মেট্রো ভবনে। ৯ সেপ্টেম্বর দুপুর ২টো ৩০ মিনিটে বৈঠক আয়োজন করতে বলা হয়েছে। বৈঠকে থাকবেন রাজ্য সরকার, পুলিশ, কলকাতা নগরোন্নয়ন পর্ষদ (কেএমডিএ), মেট্রো রেল এবং নির্মাণকারী সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেড (আরভিএনএল)-এর প্রতিনিধিরা। আদালত জানিয়েছে, জনগণের স্বার্থের কথা মাথায় রেখে সদর্থক বৈঠক করতে হবে।

Advertisement

চিংড়িঘাটা মোড়ের কাছে মাত্র ৩৬৬ মিটার অংশে মেট্রোর নির্মাণকাজ বাকি আছে। আরভিএনএল জানিয়েছে, মাত্র তিনটি স্তম্ভের কাজ অসম্পূর্ণ রয়েছে। তার জন্য সপ্তাহান্তে তিন দিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত অন্তত ১২ ঘণ্টা করে কাজ করার সময় দিতে হবে। ওই সময়ে যান চলাচল নিয়ন্ত্রণ করতে হবে। রাজ্য এখনও এই কাজের অনুমতি দেয়নি। বুধবার কলকাতা হাই কোর্টের বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল। তখনই আদালত সব পক্ষকে বৈঠকে বসার পরামর্শ দিয়েছিল। বৃহস্পতিবার জানিয়ে দেওয়া হল বৈঠকের স্থান এবং দিনক্ষণ।

চিংড়িঘাটা মোড় শহরের ব্যস্ততম রাস্তাগুলির মধ্যে একটি। সন্ধ্যায় প্রচুর গাড়ি এই রাস্তা দিয়ে যাতায়াত করে। রাজ্যের তরফে জানানো হয়েছে, চিংড়িঘাটা মোড়ের কাছে গৌরকিশোর ঘোষ স্টেশন চালু হলে যানবাহনের চাপ আরও বা়ড়বে। তা সামলাতে আন্ডারপাসের প্রয়োজন। মেট্রো কর্তৃপক্ষকেই তা তৈরি করে দিতে হবে। আন্ডারপাস তৈরি না করা পর্যন্ত মেট্রো লাইনের কাজে অনুমতি দেওয়া হচ্ছে না রাজ্যের তরফে। এই সংক্রান্ত জটিলতা কাটাতেই মঙ্গলবার বৈঠক হবে।

আগে আন্ডারপাস তৈরির কাজ হবে কি না, মেট্রোর কাজের জন্য চিংড়িঘাটার রাস্তায় দিনের একটি নির্দিষ্ট সময়ে যান চলাচল বন্ধ রাখতে হলে বিকল্প কোন পথের ব্যবস্থা করা হবে, সেই সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মঙ্গলবারের বৈঠকে নেওয়া হতে পারে। আপাতত ওই বৈঠকের উপরেই চিংড়িঘাটা মেট্রোর ভবিষ্যৎ নির্ভর করে আছে।

Advertisement
আরও পড়ুন