Fort William

ফোর্ট উইলিয়ামের নাম বদলে ফেলল কেন্দ্র, ব্রিটিশ জমানার ছাপ মুছে ফেলতেই সিদ্ধান্ত! নতুন নাম কী?

ফোর্ট উইলিয়াম বর্তমানে ভারতীয় সেনার ইস্টার্ন কম্যান্ডের সদর দফতর। প্রশাসনিক সূত্রে খবর, নতুন নাম এখনও আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা না হলেও নাম বদলের সিদ্ধান্ত গত ডিসেম্বর মাসেই হয়ে গিয়েছিল।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৩০
বদলে গেল ফোর্ট উইলিয়ামের নাম।

বদলে গেল ফোর্ট উইলিয়ামের নাম। ছবি: আর্কাইভ।

বদলে গেল ফোর্ট উইলিয়ামের নাম। প্রায় ২৫০ বছরের পুরনো ওই দুর্গের নতুন নাম রাখা হয়েছে ‘বিজয় দুর্গ’। প্রশাসনিক সূত্রে খবর, নতুন নাম এখনও আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা না হলেও নাম বদলের সিদ্ধান্ত গত ডিসেম্বর মাসেই হয়ে গিয়েছিল।

Advertisement

ফোর্ট উইলিয়াম বর্তমানে ভারতীয় সেনার ইস্টার্ন কম্যান্ডের সদর দফতর। মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রকের মুখ্য জনসংযোগ আধিকারিক উইং কম্যান্ডার হিমাংশু তিওয়ারি একটি সংবাদমাধ্যমে বলেছেন, ‘‘গত ২ ডিসেম্বর নাম বছরের নির্দেশ আসে। সরকারি ভাবে এখনও ঘোষণা না হলেও প্রশাসনিক কাজকর্মে ফোর্ট উইলিয়ামকে বিজয় দুর্গ হিসাবেই উল্লেখ করা হচ্ছে।’’

১৬৯৬ সালে তৈরি হয়েছিল মূল দূর্গটি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তা তৈরি করেছিল। নামকরণ করা হয়েছিল ব্রিটেনের তৎকালীন রাজা তৃতীয় উইলিয়ামের নামে। শোনা যায়, পরে সেই দুর্গ আক্রমণ করেছিলেন সিরাজ-উদ-দৌলা। তাতে বিস্তর ক্ষতিগ্রস্ত হয় দুর্গ। এর পরে ১৭৮১ সালে লর্ড ক্লাইভ দুর্গটি পুনর্নির্মাণ করেন। প্রশাসনিক সূত্রে খবর, উপনিবেশিকতার ছাপ মুছতেই ফোর্ট উইলিয়ামের নাম বদলের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।

সরকারি সূত্রে খবর, ফোর্ট উইলিয়ামের সাউথ গেট এবং কিচেনার হাউসের নামও বদলে ফেলা হয়েছে। সাউথ গেটের নাম রাখা হয়েছে ‘শিবাজী গেট’। এত দিন এর নাম ছিল সেন্ট জর্জ গেট। আর কিচেনার হাউসের নাম রাখা হয়েছে ‘মানেকশ হাউস’।

Advertisement
আরও পড়ুন