Fire in Kolkata

চাঁদনি চকের বহুতলের গুদামে অগ্নিকাণ্ড, দমকলকর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেবেনি

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ওই গুদামে আগুন লাগে। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছোয় দমকল বাহিনী।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫ ১৯:৩০
Fire at Chandni Chowk in Kolkata on Monday, brought under control by fire brigade

চাঁদনি চকের এই বহুতলেই আগুন লাগে। — নিজস্ব চিত্র।

কলকাতায় আবার অগ্নিকাণ্ড। সোমবার সন্ধ্যায় চাঁদনি চকের এক বহুতলে আগুন লাগে। ওই বহুতলের দোতলায় একটি গুদাম রয়েছে। সেই গুদামেই আগুন লেগেছে বলে জানা গিয়েছে।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ওই গুদামে আগুন লাগে। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশে। খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের ছ’টি ইঞ্জিন। প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও এখনও পুরোপুরি নেবেনি।

ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন।

ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন। —নিজস্ব চিত্র।

প্রত্যক্ষদর্শীদের মতে, আগুন লাগার সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়ায়। ওই বহুতলে অনেক দোকান রয়েছে। আগুন নজরে আসার পরই স্থানীরাই প্রথমে আগুন নেবানোর কাজ শুরু করেন। খবর পেয়ে প্রথমে দমকলের চারটি ইঞ্জিন আসে। পরে আরও দু’টি ইঞ্জিনকে পাঠানো হয়। ঘিঞ্জি এলাকা হওয়ায় ওই এলাকায় দমকলের গাড়ি ঢুকতে সমস্যায় পড়ে। দমকলকর্মীরা ওই গুদামের কাচ ভেঙে ধোঁয়া বার করেন। বহুতলে থাকা বাসিন্দাদেরও দ্রুত নীচে নামিয়ে আনা হয়।

গত বৃহস্পতিবার গার্ডেনরিচে ময়লা ডিপো এলাকায় আগুন লেগেছিল। দমকলের সাতটি ইঞ্জিনের চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুন লেগে ওই এলাকার বেশ কিছু ঝুপড়ি পুড়ে খাক হয়ে গিয়েছিল।

Advertisement
আরও পড়ুন