Pahalgam Terror Attack

পহেলগাঁওয়ে নিহত বিতান ও সমীরের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দিলেন রাজ্যের দুই মন্ত্রী

পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন। তাঁদের মধ্যেই ছিলেন পাটুলির বিতান অধিকারী, বেহালার সমীর গুহ এবং পুরুলিয়ার বাসিন্দা মণীশরঞ্জন মিশ্র।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ মে ২০২৫ ১৮:৪২
Firhad Hakim and Arup Biswas handed over financial assistance to the families of Bitan Adhikari and Sameer Guha, who were dead in Pahalgam

পহেলগাঁওয়ে নিহত বিতান ও সমীরের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দিলেন রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাস। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

পহেলগাঁও কাণ্ডে নিহত বাংলার তিন বাসিন্দার পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘোষণামতোই মঙ্গলবার কলকাতার দুই নিহতের পরিবারের হাতে ১০ লক্ষ টাকা করে চেক তুলে দিলেন রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাস।

Advertisement

পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন। তাঁদের মধ্যেই ছিলেন পাটুলির বিতান অধিকারী, বেহালার সমীর গুহ এবং পুরুলিয়ার বাসিন্দা মণীশরঞ্জন মিশ্র। ঘটনার পরই মুখ্যমন্ত্রী জানান, মণীশ এবং সমীরের পরিবারকে ১০ লক্ষ টাকা করে দেওয়া হবে সরকারের তরফে। পাটুলির বিতান অধিকারীর বাবা-মাকে পাঁচ লক্ষ টাকা এবং তাঁর স্ত্রীকে পাঁচ লক্ষ টাকা দেওয়া হবে। সেইমতোই বুধবার প্রথমে সমীরের বেহালার বাড়িতে এবং পরে বিতানের পাটুলির বাড়িয়ে যান ফিরহাদ এবং অরূপ। রাজ্য সরকারের তরফে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয় দুই পরিবারকে।

বিতান আমেরিকার ফ্লরিডায় চাকরি করতেন। তাঁর স্ত্রী এবং সাড়ে তিন বছরের পুত্র কলকাতায় থাকেন। তাঁদের নিয়েই কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন বিতান। কিন্তু জঙ্গিদের গুলিতে প্রণ হারান তিনি। বিতানের স্ত্রী পাটুলিতে থাকলেও কলকাতাতেই অন্য এক বাড়িতে যুবকের বৃদ্ধ বাবা-মাও থাকেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, বিতানই পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন। নবান্ন সূত্রে খবর, সে কারণে বিতানের বাবা-মাকে ক্ষতিপূরণের অর্ধেক টাকা দেওয়ার কথা জানানো হয়। শুধু তা-ই নয়, বিতানের মা-বাবাকে মাসে ১০ হাজার টাকা পেনশন দেওয়ার কথাও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

বিতানের মতো সমীর এবং মণীশও পরিবার নিয়ে কাশ্মীর গিয়েছিলেন। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার দিনে তাঁরা ছিলেন বৈসরন উপত্যকায়। জঙ্গিদের গুলিতে খুন হন দু’জনে। এই ঘটনায় প্রথম থেকেই নিহতদের পরিবারের পাশে রয়েছে রাজ্য সরকার।

Advertisement
আরও পড়ুন