Kolkata Metro

এ বার থেকে শনি-রবিবারও মিলবে নোয়াপাড়া-বিমানবন্দর মেট্রো, কখন থেকে শুরু পরিষেবা

গত ২৫ অগস্ট থেকে সাধারণের জন্য খুলে দেওয়া হয় নোয়াপাড়া-বিমানবন্দর লাইনের পরিষেবা। তার পর থেকে এখনও পর্যন্ত ওই লাইনে দৈনিক গড়ে সাত হাজারেরও বেশি যাত্রী যাতায়াত করছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫ ২১:২২
কলকাতা মেট্রো।

কলকাতা মেট্রো। —ফাইল চিত্র।

এ বার থেকে শনি এবং রবিবারও মিলবে কলকাতা মেট্রোর ইয়েলো লাইন (নোয়াপাড়া-বিমানবন্দর)-এর পরিষেবা। আগামী শনিবার, অর্থাৎ ১৩ সেপ্টেম্বর থেকেই এই সুবিধা পাবেন যাত্রীরা। আপাতত প্রত্যেক শনিবার ৪৪টি (আপ এবং ডাউন উভয় লাইনে ২২টি করে) মেট্রো পরিষেবা পাওয়া যাবে। রবিবার মিলবে ৪০টি (আপ এবং ডাউনে ২০টি করে) পরিষেবা। সপ্তাহান্তের দু’দিনই ইয়েলো লাইনে ৩৫ মিনিট অন্তর মেট্রো পরিষেবা পাওয়া যাবে।

Advertisement

ইয়েলো লাইনে শনিবার মেট্রো পরিষেবা শুরু হবে সকাল ৭টা ৩৫ মিনিটে। চলবে রাত ৮টা ৩২ মিনিট পর্যন্ত। রবিবার এই লাইনে মেট্রো পরিষেবা শুরু হবে সকাল ৮টা ৩৫ মিনিট থেকে। চলবে রাত ৮টা ২২ মিনিট পর্যন্ত।

গত ২২ অগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হয় নোয়াপাড়া-বিমানবন্দর মেট্রো রুটের। তার পরে গত ২৫ অগস্ট থেকে সাধারণের জন্য খুলে দেওয়া হয় এই রুটটি। মেট্রোর ইয়েলো লাইনের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন দমদম ক্যান্টনমেন্ট। শিয়ালদহ-বনগাঁ শাখার ট্রেনের অনেক যাত্রীই দমদম ক্যান্টনমেন্ট স্টেশন হয়ে ইয়েলো লাইনের মেট্রো পরিষেবা ব্যবহার করেন। পরিষেবা শুরুর পর থেকে এখনও পর্যন্ত ইয়েলো লাইনে দৈনিক গড়ে সাত হাজারেরও বেশি যাত্রী যাতায়াত করছেন।

এত দিন পর্যন্ত সোম-শুক্রবার পর্যন্তই মেট্রোর এই সম্প্রসারিত রুটটি চালু ছিল। তবে যাত্রীসংখ্যা বৃদ্ধির প্রবণতা বিবেচনা করে এ বার থেকে শনি এবং রবিবার করেও এই লাইনে মেট্রো পরিষেবা চালু করে দিচ্ছেন কর্তৃপক্ষ। কলকাতা মেট্রোর নতুন সম্প্রসারণের ফলে এক টিকিটেই যাত্রীরা দমদম বিমানবন্দর থেকে পৌঁছে যেতে পারেন হাওড়া ময়দানে। বিমানবন্দর থেকে নোয়াপাড়ায় এবং এসপ্ল্যানে়ডে— দু’বার মেট্রো বদল করে যাত্রীরা গঙ্গার নীচ দিয়ে পৌঁছে যাতে পারেন হাওড়ায়। মেট্রোর বিভিন্ন রুটের মধ্যে এই আন্তঃসংযোগের ফলে যাত্রী সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। তবে সম্প্রতি পরিষেবা স্বাভাবিক রাখতে গিয়ে মাঝে মধ্যে হোঁচট খাচ্ছে মেট্রোও। বিশেষ করে মেট্রোর প্রাচীন ব্লু লাইনে যাত্রীদের মধ্যে প্রায়শই ক্ষোভ এবং অসন্তোষ দেখা যাচ্ছে। এরই মধ্যে শনি-রবিবার করে ইয়েলো লাইনে মেট্রো পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিলেন মেট্রো কর্তৃপক্ষ।

Advertisement
আরও পড়ুন