গত কয়েক দিনে কলকাতায় তাপমাত্রা বেশ খানিকটা বেড়েছে। —ফাইল চিত্র।
কলকাতার তাপমাত্রা এক ধাক্কায় আরও খানিকটা বেড়ে গেল। গত বুধবারই ১১ ডিগ্রিতে নেমে গিয়েছিল পারদ। মরসুমের শীতলতম দিন হয়েছিল বছরের সেই শেষ দিনটি। তবে তার পর থেকে তাপমাত্রা ধারাবাহিক ভাবে বেড়েছে। চার দিনের মাথায় ১৫ ডিগ্রির ঘরে উঠে এসেছে পারদ।
রবিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৩.৪ ডিগ্রি পর্যন্ত উঠেছিল, স্বাভাবিকের চেয়ে ১.৭ ডিগ্রি কম। সারাদিন কলকাতায় আকাশ পরিষ্কার এবং মেঘমুক্ত থাকবে। সকালের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা থাকতে পারে।
দক্ষিণবঙ্গ জুড়ে কুয়াশার সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী অন্তত তিন দিন দক্ষিণের সর্বত্র হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। দৃশ্যমানতা কমতে পারে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত। তবে পশ্চিম বর্ধমান এবং বীরভূমে রবিবার ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। এই দুই জেলায় কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে ১৯৯ মিটার থেকে ৫০ মিটার পর্যন্ত। দক্ষিণের জেলাগুলিতে আপাতত শুকনো আবহাওয়াই থাকছে।
উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। দার্জিলিঙে হতে পারে তুষারপাত। সেই সঙ্গে কিছু কিছু জেলায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে।
হাওয়া অফিস জামনিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রায় বড়সড় কোনও পরিবর্তন হবে না। তবে তার পরের তিন দিন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমতে পারে। তার পরবর্তী তিন দিন তাপমাত্রা একইরকম থেকে যাবে। উত্তরবঙ্গে তা হবে না। উত্তরের জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টা তাপমাত্রা একইরকম থাকবে। তার পরের তিন দিনে দুই ডিগ্রি পারদ নামতে পারে।
দক্ষিণবঙ্গের অনেক জায়গাতেই রবিবার তাপমাত্রা ১০ ডিগ্রির উপরে উঠে গিয়েছে। কেবল কৃষ্ণনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। এটাই দক্ষিণবঙ্গের সর্বনিম্ন। এ ছাড়া, শ্রীনিকেতনে ১০.৪, বহরমপুরে ১০, সিউড়িতে ১০.২, কল্যাণীতে ১১, বর্ধমানে ১১, বাঁকুড়ায় ১১.৩ ডিগ্রি পর্যন্ত নেমেছিল পারদ। কলকাতার উপকণ্ঠে দমদমে রবিবারের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস, সল্টলেকের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস।