R G Kar Case Update

বেকসুর খালাস চান আরজি কর মামলার ধর্ষক-খুনি সঞ্জয় রায়, হাই কোর্টে জানালেন আবেদন, ডিভিশন বেঞ্চে শুনানি বুধবার

আরজি করের চিকিৎসক-পড়ুয়াকে খুন ও ধর্ষণের ঘটনায় সঞ্জয়কে শিয়ালদহ কোর্ট গত জানুয়ারি মাসে যাবজ্জীবনের জেলের সাজা দিয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ করে হাই কোর্টে আর্জি জানানো হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৫ ১৭:০৫
Lawyer of RG Kar Convict Sanjay Roy appeal before Calcutta High Court for acquittal after getting lifetime in lower court

আরজি কর কাণ্ডের দোষী সঞ্জয় রায়। —ফাইল চিত্র।

বেকসুর খালাস চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ আরজি কর কাণ্ডের দোষী সঞ্জয় রায়। গত ১৭ জুন তিনি হাই কোর্টে মামলা দায়ের করেছেন। আগামী বুধবার বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে আবেদনের শুনানি রয়েছে।

Advertisement

আরজি করের চিকিৎসক-পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনায় সঞ্জয়কে শিয়ালদহ কোর্ট গত জানুয়ারি মাসে যাবজ্জীবনের জেলের সাজা দিয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা করেছেন ওই বরখাস্ত সিভিক ভলান্টিয়ারের আইনজীবী।

শিয়ালদহ আদালত রায় ঘোষণার পরেই সঞ্জয়ের আইনজীবী সেঁজুতি চক্রবর্তী বলেছিলেন, ‘‘উচ্চ আদালতের দ্বারস্থ হব। যে কোনও অভিযুক্ত, যিনি দোষী প্রমাণিত হচ্ছেন, তাঁর অধিকার থাকে উচ্চ আদালতে আবেদন করার। এই আবেদনের পরিকল্পনা করার জন্য সময় নেব।’’ সেই তিনি জানিয়েছিলেন, অপরাধী ঘোষিত সঞ্জয়কে আদতে ‘নির্যাতিত’ বলে মনে করছেন তাঁর আইনজীবীরা। সেঁজুতি বলেছিলেন, ‘‘আমরা সঞ্জয়কে নির্যাতিত বলে মনে করছি। হাই কোর্টে যাবই। এটা আমাদের অধিকার। তাঁকে খালাস করানোর জন্যই হাই কোর্টে যাব।’’

Advertisement
আরও পড়ুন