X mas Day

রাতের ভিড়ে সংযমী পার্ক স্ট্রিট কি মেট্রোর সৌজন্যে

মেট্রো এবং ট্র্যাফিক পুলিশের নিবিড় পরিকল্পনা ছাড়াও পূর্ব-পশ্চিম মেট্রোর হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত জুড়ে যাওয়াই সেই ভিড় লাঘব করতে সহায়ক বলে দাবি করছেন মেট্রোর যাত্রী থেকে আধিকারিকদের অনেকেই।

ফিরোজ ইসলাম 
শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৫ ০৯:৫১

—প্রতীকী চিত্র।

বেশ কয়েক বছর পরে খানিক শীতের কামড় পেল বড়দিনের সন্ধ্যা। শীতের আমেজে দিনভর শহর মেতে উঠলেও অন্যান্য বারের মতো রাতের পার্ক স্ট্রিটে ভিড়ে ঠাসাঠাসি অবস্থা চোখে পড়ল না। বরং তুলনায় হালকা চালে হেঁটে বেড়ানো বা নিজস্বী তোলার মেজাজেই পাওয়া গিয়েছে এ দিনের ভিড়কে। পার্ক স্ট্রিটের মুখে পুলিশের নজর-মিনার সংলগ্ন অংশে সাময়িক ভিড় থাকলেও তার পরের অ্যালেন পার্ক এবং ক্যামাক স্ট্রিটের মোড় পর্যন্ত উৎসুক জনতার ভিড় অন্যান্য বারের তুলনায় অনেকটাই আরামে ঘুরেছে।

মেট্রো এবং ট্র্যাফিক পুলিশের নিবিড় পরিকল্পনা ছাড়াও পূর্ব-পশ্চিম মেট্রোর হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত জুড়ে যাওয়াই সেই ভিড় লাঘব করতে সহায়ক বলে দাবি করছেন মেট্রোর যাত্রী থেকে আধিকারিকদের অনেকেই।

বিকেল ৫টার পর থেকে এ বারেও পার্ক স্ট্রিটমুখী ভিড় ছিল অন্যান্য বারের মতোই। শগরের সব প্রান্তের মেট্রো থেকেই যাত্রীদের বন্যার জলের মতো নামতে দেখা গিয়েছে। পার্ক স্ট্রিট স্টেশনের দু’পাশের প্ল্যাটফর্মে নামা ভিড়ের মুখোমুখি সংঘাত এড়াতে বিভিন্ন প্রবেশপথকে এ দিন একমুখী করে দেন মেট্রো কর্তৃপক্ষ। ওই মেট্রোর জাদুঘর সংলগ্ন ১ নম্বর, মেয়ো রোড সংলগ্ন ৫ নম্বর এবং কিড স্ট্রিট সংলগ্ন ৬ নম্বর গেট যাত্রীদের বেরিয়ে আসার জন্য নির্দিষ্ট করা হয়েছিল। একই ভাবে ময়দান এবং বাজার কলকাতা সংলগ্ন ২ এবং ৩ নম্বর গেট যাত্রীদের মেট্রো স্টেশনে ঢোকার জন্য নির্দিষ্ট করা হয়েছিল। পাশাপাশি মেট্রোর পক্ষ থেকে পর্যাপ্ত সংখ্যায় রক্ষী মোতায়েন করা হয়েছিল। অন্যান্য বার ময়দান স্টেশনে জীবন দীপ সংলগ্ন প্রবেশপথ দিয়ে যাত্রীদের ঢোকার জন্য যে ভিড় চোখে পড়ে, এ বার তা দেখা যায়নি। মেট্রো স্টেশনের বাইরে পুরো পার্ক স্ট্রিট জুড়ে ভিড়কে নিরন্তর এগিয়ে যেতে বলেছেন পুলিশকর্মীরা।

অন্যান্য বার পার্ক স্ট্রিট ঘুরে জীবন দীপ পৌঁছনো ভিড়ের একাংশ বাস এবং অন্য যান ধরার জন্য রাস্তা পেরোতে গিয়ে বিপুল যানজট তৈরি করে। এ বার পূর্ব-পশ্চিম মেট্রো থাকায় হাওড়া এবং শিয়ালদহ ও সল্টলেকের দিক থেকে আসা যাত্রীদের বাসের অপেক্ষা করতে হয়নি। যদিও রাজ্য পরিবহণ নিগম এ বারেও সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত পার্ক স্ট্রিট মোড় থেকে শহরের নানা গন্তব্যে বাস চালিয়েছে। পার্ক স্ট্রিট ঘুরে ফেরত আসা ভিড় দ্রুত ফিরে যাওয়ার সুযোগ পাওয়াতেই সম্ভবত মেট্রো স্টেশনের বাইরে প্রাণান্তকর অবস্থাও হয়নি।

শ্রীরামপুর থেকে আসা শতদল নায়েক বা উল্টেডাঙার অলিভ সরকার, দু’জনেই জানান, মেট্রোর যোগাযোগ তাঁদের পার্ক স্ট্রিটে আসা সহজ করে দিয়েছে। অন্য বার ফেরা নিয়ে দুশ্চিন্তা থাকে। এ বার সে দিক থেকে অনেকটাই স্বস্তি মিলেছে।

আরও পড়ুন