Kolkata Metro Service

ট্রাফিক ব্লক করে চলবে কাজ! রবিবার হাওড়া-সেক্টর ফাইভের শেষ মেট্রোর সূচিতে বদল, ছাড়বে এক ঘণ্টা আগে

মেট্রোরেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, যাত্রী সুরক্ষা এবং নির্বিঘ্নে পরিষেবা পরিচালনার জন্য গ্রিন লাইনের ট্রাফিক বন্ধ করে পরীক্ষানিরীক্ষার প্রয়োজন। সেই কারণেই শেষ মেট্রোর সূচিতে বদল করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৫ ২২:৩১
Metro Railway Kolkata on Saturday announced rescheduling of the last train on the Green Line on November 9

গ্রিন লাইনের মেট্রো পরিষেবার সূচিতে বদল। — ফাইল চিত্র।

ট্রাফিক ব্লক করে কাজ হবে। সেই কারণে রবিবার (৯ নভেম্বর) গ্রিন লাইনে (হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ) শেষ মেট্রোর সময় এগিয়ে আনা হল। দুই প্রান্তিক স্টেশন থেকে রবিবার অন্তত এক ঘণ্টা আগে ছাড়বে শেষ মেট্রো।

Advertisement

কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, যাত্রী সুরক্ষা এবং নির্বিঘ্নে পরিষেবা পরিচালনার জন্য গ্রিন লাইনের ট্রাফিক বন্ধ করে পরীক্ষানিরীক্ষার প্রয়োজন। রবিবার অর্থাৎ ৯ নভেম্বর সেই পরীক্ষা করা হবে। সেই কারণে ওই লাইনে শেষ মেট্রোর সূচিতে কিছুটা বদল করা হয়েছে।

অন্য রবিবার হাওড়া ময়দান থেকে সল্টলেকগামী শেষ মেট্রো ছাড়ে রাত পৌনে ১০টার সময়। কিন্তু ৯ নভেম্বর সেই সময় এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে। হাওড়া ময়দান থেকে শেষ মেট্রো পাওয়া যাবে রাত পৌনে ৯টায়। অন্য দিকে, সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানগামী শেষ মেট্রো রাত ৯টা ৪৭ মিনিটের পরিবর্তে ছা়ড়বে রাত ৮টা ৪৭ মিনিটে। প্রথম মেট্রো বা দিনের অন্য সময়ের পরিষেবায় কোনও পরিবর্তন হচ্ছে না বলেই জানিয়েছেন মেট্রোরেল কর্তৃপক্ষ।

Advertisement
আরও পড়ুন