—প্রতীকী চিত্র।
এক বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যুতে অনিচ্ছাকৃত ভাবে মৃত্যু ঘটানোর মামলা রুজু করল পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃতার নাম সরস্বতী ধানুকা (৭৫)। তবে, ওই ঘটনায় সোমবার রাত পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি একবালপুর থানা। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় অনিচ্ছাকৃত ভাবে মুত্যু ঘটানোর ধারা যুক্ত করে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের খোঁজ চলছে।
পুলিশ সূত্রের খবর, গত ১৮ ডিসেম্বর একবালপুর থানা এলাকার ময়ূরভঞ্জ রোডে দু’পক্ষের বচসা বাধে। অভিযোগ, পুরনো গোলমালকে কেন্দ্র করে ওই বচসা। তা গড়ায় হাতাহাতিতে। তাতেই ওই বৃদ্ধা এবং তাঁর পরিবারের তিন সদস্য জখম হন। বাকিদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হলেও সরস্বতীর কোমরের চোট গুরুতর হওয়ায় তাঁকে ভর্তি করা হয়। তদন্তে নেমে প্রথমে মারধর-সহ একাধিক ধারায় দু’টি মামলা রুজু করে পুলিশ। রবিবার এসএসকেএমে মৃত্যু হয় সরস্বতীর। এর পরেই তদন্তকারীরা মারধর, আঘাতের সঙ্গে অনিচ্ছাকৃত ভাবে মৃত্যু ঘটানোর ধারা যোগ করার জন্য আদালতের দ্বারস্থ হলে বিচারক তা মঞ্জুর করেন।
পুলিশ জানিয়েছে, মৃতার পরিবার এক মত্ত প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ জানালে গোলমাল শুরু হয়। তাতেই ওই বৃদ্ধাকে ধাক্কা মারা হয় বলে অভিযোগ। উভয় পক্ষের ১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃদ্ধার মৃত্যুতে অভিযুক্ত হিসেবে সাত জনের নাম রয়েছে।