Stabbed to death

কালীঘাট-কাণ্ডে গ্রেফতার অভিযুক্ত, দোকানের সাইনবোর্ড ভাঙা নিয়ে বচসার জেরে শ্রমিককে খুন

খুনের অভিযোগ সোমবার সকালে গ্রেফতার করা হয়েছে অশেষ সরকারকে। এলাকায় তিনি পিকলু নামে পরিচিত।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ জুন ২০২৫ ১১:২৩

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

কালীঘাটে বচসার জেরে এক শ্রমিককে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছিল স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। গত শুক্রবার এই ঘটনা হয়েছিল। খুনের অভিযোগে সোমবার সকালে গ্রেফতার করা হয়েছে অশেষ সরকারকে। এলাকায় তিনি পিকলু নামে পরিচিত। মত্ত অবস্থায় তিনি প্রায়ই এলাকায় বচসা করেন বলে অভিযোগ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত সৌমেন ঘরা কালীঘাটের বেণীনন্দন স্ট্রিটে একটি দোকানে সংস্কারের কাজে নিযুক্ত ছিলেন। শুক্রবার দুপুরে দোকানের মালপত্র, রাবিশ একটি লরিতে তুলে দেন শ্রমিকেরা। অভিযোগ, মালপত্র নিয়ে যাওয়ার সময় সেই লরি ধাক্কা দেয় পাশের একটি দোকানের সাইনবোর্ডে। এর ফলে সেই সাইনবোর্ড ভেঙে যায় বলে অভিযোগ। তা নিয়ে দুই দোকানের কর্মীদের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, সে সময়ে ঘটনাস্থলে পৌঁছোন পিকলু। তিনি আচমকাই সৌমেন এবং অন্য এক শ্রমিককে ছুরি দিয়ে কোপ মারেন। এই ঘটনায় আহত হন তাঁর ছেলেও।

আহত তিন জনকেই এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সৌমেনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। বাকি দু’জন সেখানে ভর্তি। এর পরেই কালীঘাট থানায় অভিযোগ দায়ের করেন তরুণ ধারা। যে দোকানে সংস্কারের কাজ চলছিল, তিনি সেই দোকানের মালিক। সেখানেই কাজ করছিলেন নিহত সৌমেন। তরুণের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। যদিও অভিযুক্ত পিকলুর কোনও খোঁজ মিলছিল না। সোমবার সকালে গ্রেফতার করা হয় তাঁকে।

Advertisement
আরও পড়ুন