ব্রিগেড পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হল হুমায়ুন কবীরকে। —ফাইল চিত্র।
ব্রিগেডে বিক্ষোভের মুখে পড়লেন সাসপেন্ড হওয়া তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। সোমবার দুপুরে নিজের নতুন দল জনতা উন্নয়ন পার্টি (জেইউপি)-র সভার জন্য ব্রিগেড পরিদর্শনে গিয়েছিলেন তিনি। তখন মাঠে ক্রিকেট খেলছিলেন কয়েক জন যুবক। হুমায়ুনকে দেখেই তাঁরা ঘিরে ধরে স্লোগান দিতে থাকেন। ‘গো ব্যাক’ স্লোগানও শুনতে হয় হুমায়ুনকে। ওই যুবকদের দাবি, তাঁরা তৃণমূলের কর্মী। বিক্ষোভের মুখে ব্রিগেড ছাড়েন মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক।
রাজ্যে বিধানসভা ভোটের আগে ব্রিগেডে সভা করে শক্তি প্রদর্শন করতে চায় হুমায়ুনের দল। হুমায়ুন জানিয়েছেন, ৩১ জানুয়ারি কিংবা ফেব্রুয়ারির প্রথম দিকে ব্রিগেডে সভা করতে চান তাঁরা। সেই কারণেই শনিবার মাঠ পরিদর্শনে এসেছিলেন হুমায়ুন। তাঁকে দেখেছে নিজেদের তৃণমূল কর্মী বলে পরিচয় দেওয়া ওই যুবকের ‘বিজেপির দালাল দূর হটো’ বলে স্লোগান তোলেন। হুমায়ুনের গাড়ি ঘিরেও বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভকারীদের মধ্যে এক জন বলেন, “হুমায়ুন বিজেপির হয়ে কাজ করে বাংলার পরিবেশ নষ্ট করতে চাইছেন।” নিজেদের গার্ডেনরিচের বাসিন্দা বলেও দাবি করেন ওই যুবকেরা।
বিক্ষোভের মুখে গাড়ি নিয়ে মাঠ ছা়ড়েন হুমায়ুন। গাড়িতে ওঠার আগে বলেন, “যে কেউ বিক্ষোভ দেখাতে পারে।” রাজ্যের শাসকদলকে আক্রমণ করে তিনি বলেন, “এই দুর্নীতিগ্রস্ত সরকারকে হটাব। আমরা সভা করব। কারও হিম্মত থাকলে আটকে দেখাক।” পরে হুমায়ুন জানান, ব্রিগেডে সভা করার জন্য নিয়ম মেনে সেনার দায়িত্বপ্রাপ্ত কর্তার সঙ্গে দেখা করবেন তিনি।