Sealdah Division

শিয়ালদহ ডিভিশনের বিভিন্ন ব্যস্ত স্টেশনে ওষুধের দোকান

দোকানে জীবনদায়ী বিভিন্ন জেনেরিক ওষুধ ছাড়াও একাধিক নামী সংস্থার ওষুধ পাওয়া যাবে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ ০৮:৫৯
শিয়ালদহ স্টেশন।

শিয়ালদহ স্টেশন। ফাইল চিত্র।

বিভিন্ন ওষুধ, ব্যক্তিগত স্বাস্থ্য সংক্রান্ত পণ্য ছাড়াও শিশুদের প্রয়োজনীয় জিনিসের চাহিদা মেটাতে একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনে দিন-রাত খোলা থাকবে, এমন ওষুধের দোকানের ব্যবস্থা করেছে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। একটি বাণিজ্যিক সংস্থাকে তিন বছরের লিজ়ে ওই দায়িত্ব দেওয়া হয়েছে। শিয়ালদহ ও দমদম স্টেশনে ইতিমধ্যেই চালু হয়েছে এমন দোকান। এ ছাড়া কলকাতা, বালিগঞ্জ, ডানকুনি, বিরাটি, মধ্যমগ্রাম, সোনারপুর, সোদপুর, কাঁকিনাড়া, বগুলা, শান্তিপুর জংশন, বারাসত, গোবরডাঙা, ঠাকুরনগর, মাঝেরহাট, যাদবপুর, খড়দহ, নৈহাটি, কাঁচরাপাড়া স্টেশনেও এই দোকান খোলা হবে বলে রেল সূত্রের খবর।

দোকানে জীবনদায়ী বিভিন্ন জেনেরিক ওষুধ ছাড়াও একাধিক নামী সংস্থার ওষুধ পাওয়া যাবে। এ ছাড়াও, কয়েক মাস বয়সি শিশুদের উপযোগী বিভিন্ন দুধ, অন্য খাবার, সাবান, স্যানিটাইজ়ারের পাশাপাশি মহিলাদের ব্যক্তিগত স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কযুক্ত পণ্যও থাকবে। যেখান থেকে দূরপাল্লার ট্রেন ছাড়ে, সেখানে সফরের আগে বিভিন্ন জিনিসের আকস্মিক চাহিদা মেটাতে ওই সব দোকান কাজে আসবে বলে মনে করছেন রেলের আধিকারিকেরা। জেনেরিক ওষুধের ক্ষেত্রে যাত্রীরা যাতে সুলভ মূল্যে ওষুধ পান, তা দেখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন