Suvendu Adhikari

১৬৩ ধারা জারি, তার মধ্যে আনন্দপুরে পৌঁছে গেলেন শু‌ভেন্দু! বললেন: আমরা আইন মেনে চলি, ১০০ মিটার দূর থেকেই দেখব

বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টে নাগাদ আনন্দপুরের নাজিরাবাদে পৌঁছে যান বিরোধী দলনেতা শুভেন্দু। সঙ্গে ছিলেন বিজেপির বিধায়কেরাও। ঘটনাস্থলের কিছুটা দূরেই গাড়ি থেকে নেমে পড়েন শুভেন্দু।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬ ১৫:৪৯
বৃহস্পতিবার আনন্দপুরে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বৃহস্পতিবার আনন্দপুরে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ছবি: সংগৃহীত।

আনন্দপুরের নাজিরাবাদে অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে জারি রয়েছে ১৬৩ ধারা। পাঁচ জনের বেশি জমায়েত নিষিদ্ধ করা হয়েছে ওই এলাকায়। এরই মধ্যে বৃহস্পতিবার দুপুরে নাজিরাবাদে পৌঁছে গেলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে একেবারে অকুস্থল পর্যন্ত গেলেন না। কিছুটা দূর থেকেই বললেন, “আমি আইন মেনে চলি। ১০০ মিটার দূর থেকেই দেখব।”

Advertisement

বৃহস্পতিবার আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার কথা ছিল শুভেন্দুর। তবে সেখানে ইতিমধ্যে পাঁচ জনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। জমায়েতের কারণে তথ্যপ্রমাণ নষ্ট হতে পারে, সেই আশঙ্কা থেকেই বারুইপুর আদালতের অনুমতি নিয়ে এই পদক্ষেপ করেছে পুলিশ। ওই নির্দেশের বিজ্ঞপ্তি অকুস্থল ঘিরে রাখা পুলিশের গার্ডরেলেও সাঁটানো ছিল।

তবে এরই মধ্যে বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টে নাগাদ আনন্দপুরের নাজিরাবাদে পৌঁছে যান বিরোধী দলনেতা শুভেন্দু। সঙ্গে ছিলেন বিজেপির বিধায়কেরাও। ঘটনাস্থলের কিছুটা দূরেই গাড়ি থেকে নেমে পড়েন শুভেন্দু। হেঁটে ঘটনাস্থলের দিকে যেতে যেতে বলেন, “আমরা সকলে আইন মেনে চলি। আমরা বিধায়ক। আমরা আইন মানা লোক। আমরা চেষ্টা করব ওই ১০০ মিটার দূর থেকে দেখার।”

বিরোধী দলনেতা জানান, এখনও ২০ জনের বেশি নিখোঁজ। মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৪০ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন এখনও ঘটনাস্থলে যাননি, তা নিয়েও প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা। শুভেন্দু বলেন, “মুখ্যমন্ত্রী তাঁর রাজধর্ম পালন করেননি। তাঁর বাড়ি এখান থেকে ১০ কিলোমিটারের মধ্যে। তাঁর আসা উচিত ছিল।”

আনন্দপুরের নাজিরাবাদ এলাকায় গত রবিবার দু’টি গুদামে আগুন লেগে যায়। তার মধ্যে ছিল ওয়াও মোমো-র গুদাম। অপরটি ডেকরেটার্সের গুদাম। ওই অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর মিলেছে। মিলেছে কিছু দেহাংশও। এখনও পর্যন্ত এমন ২১টি দেহাংশের সন্ধান মিলেছে। সূত্রের খবর, ২৭ জনের নামে নিখোঁজ ডায়েরি হয়েছে থানায়।

ওই অগ্নিকাণ্ডের পর রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ঘটনাস্থল থেকে ঘুরে গিয়েছেন। রাজ্যের অপর মন্ত্রী অরূপ বিশ্বাসও ঘটনাস্থল পরিদর্শন করে যান। শুভেন্দু বলেন, “কাউকে বাধা দেয়নি। আমি কাল দুর্গাপুর থেকে বলেছি, আগামিকাল ২০ জন বিধায়ক নিয়ে দূর থেকে একটু দেখব। এটি আমাদের কর্তব্য। রাজ্যের শাসকদল কর্তব্য পালন করেনি। তাই বিরোধী দলনেতা এবং বিরোধী দলের বিধায়কদের কাজ এটা। এই কারণে আমাদের আটকানোর জন্য রাতে ১৬৩ ধারা জারি করেছে। এটি খুবই দুর্ভাগ্যজনক।

বস্তুত, বৃহস্পতিবার আনন্দপুরে শুভেন্দুদের একটি মিছিলও করার কথা ছিল। কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে সেই মিছিল বাতিল হয়ে গিয়েছে। পরে শুক্রবার ওই মিছিল করার জন্য হাই কোর্ট থেকে শর্তসাপেক্ষে অনুমতি পেয়েছেন শুভেন্দুরা। আদালতের ওই নির্দেশ প্রকাশ্যে আসার কিছু ক্ষণের মধ্যেই নাজিরাবাদে পৌঁছে যান বিরোধী দলনেতা।

Advertisement
আরও পড়ুন