News Of The Day

দুর্গোৎসবের শেষ দিন, আবহাওয়া কেমন থাকবে। ভারতের টেস্ট ম্যাচ। মহিলাদের বিশ্বকাপ। আর কী নজরে

বৃষ্টির আশঙ্কা থাকলেও মোটের উপর ভালয় ভালয় কেটে গিয়েছে উৎসবের কয়েক দিন। নবমীর মাঝরাত থেকে বৃষ্টির আশঙ্কা ছিল। হাওয়া অফিসের পূর্বাভাস, দশমী থেকে ভাসতে পারে কলকাতা। কারণ, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর অবস্থিত নিম্নচাপ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৫ ০৭:৪৮

—ফাইল চিত্র।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

বৃষ্টির আশঙ্কা থাকলেও মোটের উপর ভালয় ভালয় কেটে গিয়েছে উৎসবের কয়েক দিন। নবমীর মাঝরাত থেকে বৃষ্টির আশঙ্কা ছিল। হাওয়া অফিসের পূর্বাভাস, দশমী থেকে ভাসতে পারে কলকাতা। কারণ, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর অবস্থিত নিম্নচাপ। বুধবার মধ্যরাতেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে সেটি। ২ অক্টোবর, দশমীর রাত থেকে ৩ অক্টোবর একাদশীর ভোরের মধ্যে গোপালপুর ও পারাদ্বীপের মধ্য দিয়ে ওড়িশা এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাব পড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বিশেষত কলকাতা, দুই মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং হাওড়ায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে। তবে হাওয়া অফিসের সাম্প্রতিক বুলেটিনের দিকে নজর থাকবে।

এশিয়া কাপ শেষ হওয়ার পর মাত্র তিন দিনের বিশ্রাম। আবার মাঠে নেমে পড়তে হচ্ছে শুভমন গিলদের। সাদা বলের ক্রিকেট থেকে এ বার লাল বলের ক্রিকেটে। আজ থেকে শুরু হচ্ছে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ়ের প্রথম টেস্ট। খেলা শুরু সকাল ৯:৩০থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল এবং জিয়োহটস্টার অ্যাপে।

এখনও মেটেনি ‌এশিয়া কাপ ক্রিকেটের ট্রফি বিতর্ক। জানা গিয়েছে, এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও পাক বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি বলে দিয়েছেন, ট্রফি নিতে গেলে সূর্যকুমার যাদবকে দুবাইয়ে এসে নিতে হবে। পরে জানা গিয়েছে, তিনি নাকি ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে দুঃখপ্রকাশ করেছেন গোটা ঘটনার জন্য। কিন্তু ভারতীয় বোর্ড তাতে সন্তুষ্ট নয়। নকভিকে এশীয় ক্রিকেটের মাথা থেকে সরানোর প্রক্রিয়া তারা শুরু করেছে। কিন্তু ট্রফি কবে আসবে ভারতে? বিতর্কের সব খবর।

চলছে ভারত এবং অস্ট্রেলিয়ার ছোটদের টেস্ট। বৈভব সূর্যবংশী-বেদান্ত ত্রিবেদীর দাপটে দারুণ জায়গায় ভারতের অনূর্ধ্ব ১৯ দল। তারা প্রথম ইনিংসে ১৮৫ রানে লিড নিয়েছে। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব ১৯ দল ৮ রান তুলতেই ১ উইকেট হারিয়েছে। চার দিনের টেস্টে আজ তৃতীয় দিনের খেলা। ভোর ৫:৩০ থেকে খেলা শুরু। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

মহিলাদের বিশ্বকাপে আজ অভিযান শুরু করছে পাকিস্তান। বিপক্ষে এশিয়ার আর এক দেশ বাংলাদেশ। শ্রীলঙ্কার কলম্বোয় ম্যাচ। খেলা শুরু বিকেল ৩:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

শুরু হয়ে গিয়েছে ইরানি কাপ। অবশিষ্ট ভারত মুখোমুখি রঞ্জি চ্যাম্পিয়ন বিদর্ভের। অবশিষ্ট ভারতের হয়ে খেলছেন অভিমন্যু ঈশ্বরণ, আকাশদীপ, রজত পটীদার, রুতুরাজ গায়কোয়াড়। খেলা শুরু সকাল ৯:৩০ থেকে।

Advertisement
আরও পড়ুন