Viral Video

খোরপোশ পাবেন না শুনে আদালতের বাইরে স্বামীর উপর চড়াও ইঞ্জিনিয়ার স্ত্রী! মার খেয়েও হাসলেন যুবক, ভাইরাল ভিডিয়ো

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিবাহবিচ্ছেদের মামলা শেষ হওয়ার পর কর্নাটকের একটি পারিবারিক আদালতের বাইরে ঘটনাটি ঘটেছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, আদালতের বাইরে এক জন যুবককে মারধর করছেন এক তরুণী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৬ ০৭:৫৭
Video shows brawl between Karnataka man and former wife in Court premises after divorce verdict

আদালত চত্বরে সদ্যপ্রাক্তন স্বামীকে মারধর তরুণীর। ছবি: এক্স থেকে নেওয়া।

বিচ্ছেদের রায় ঘোষণা করেছিল আদালত। জানিয়ে দিয়েছিল, আর একসঙ্গে থাকতে হবে না দম্পতিকে। আদালতের সেই রায়ের পর আদালত চত্বরেই প্রাক্তন স্বামীকে মারধর করলেন এক তরুণী। গালিগালাজও করলেন। তবে প্রাক্তন স্ত্রীর হাতে মার খেয়েও মুখে রা কাটলেন না যুবক। বরং হাসিমুখে মার খেলেন তিনি। চাঞ্চল্যকর সেই ঘটনাটি ঘটেছে কর্নাটকে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিবাহবিচ্ছেদের মামলা শেষ হওয়ার পর কর্নাটকের একটি পারিবারিক আদালতের বাইরে ঘটনাটি ঘটেছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, আদালতের বাইরে এক জন যুবককে মারধর করছেন এক তরুণী। যুবকের চুল টেনে ধরেছেন, এলোপাথাড়ি ঘুষিও চালাচ্ছেন। সঙ্গে চলছে গালিগালাজ। অন্য দিকে, তরুণীর হাতে আক্রান্ত হওয়া সত্ত্বেও যুবক কিন্তু রেগে যাননি বা পাল্টা মারধর করেননি। বরং মার খাওয়ার সময় একনাগাড়ে তাঁকে হাসতে দেখা গিয়েছে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। দাবি, ওই যুবক এবং তরুণী স্বামী-স্ত্রী ছিলেন। আদালতের নির্দেশে বিচ্ছেদের পরেই ওই ঘটনাটি ঘটে।

ভিডিয়োয় এ-ও দাবি করা হয়েছে, ওই তরুণী পেশায় সফ্‌টঅয়্যার ইঞ্জিনিয়ার। বিচ্ছেদের মামলা চলাকালীন খোরপোশ হিসাবে স্বামীর থেকে ছ’লক্ষ টাকা দাবি করেছিলেন তিনি। কিন্তু আদালত সেই আবেদন খারিজ করে দেয়। অন্য দিকে, বিচ্ছেদ মামলার রায় ঘোষণার আগেই ওই যুবক আইনত তাঁর সমস্ত সম্পত্তি মায়ের নামে হস্তান্তর করেছিলেন বলে জানা গিয়েছে।

প্রাক্তন স্বামীকে তরুণীর মারধরের ওই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ছোটানিউজ় অ্যাপ’-এর এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘মহিলার রাগ খোরপোশ পাননি বলে আর যুবক হাসছেন বিচ্ছেদের আনন্দে।’’

Advertisement
আরও পড়ুন