Viral Video

মেঘের ভিতর দিয়ে যাচ্ছিল বিমান, বেরিয়ে আসতেই ক্যামেরায় ধরা পড়ল অপরূপ এক দৃশ্য! ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। বিস্ময় প্রকাশ করেছেন নেটাগরিকেরা। অনেকেই দৃশ্যটিকে অপরূপ তকমা দিয়েছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫ ০৯:৩৬
Video shows cockpit camera captures stunning view while passing through clouds

ককপিটের অন্দরে বসে দুই পাইলট। ছবি: ইনস্টাগ্রাম।

মেঘের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছিল কাতার এয়ারওয়েজ়ের একটি বিমান। কিছু ক্ষণের মধ্যেই লন্ডনের হিথরো বিমানবন্দরে অবতরণের কথা ছিল এ৩৮০ বিমানটির। ঠিক তখনই ককপিটের ক্যামেরায় ধরা পড়ল এক অত্যাশ্চর্য দৃশ্য। সেই দৃশ্যের একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

কাতার এয়ারওয়েজ়ের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মেঘ চিরে এগিয়ে যাচ্ছে একটি বিমান। সামনে নীল আকাশ। ককপিটে বসে রয়েছেন দু’জন চালক। তুলোর মতো মেঘের আড়াল থেকে বেরিয়ে আসতেই ককপিটের ক্যামেরায় ধরা পড়ে এক অপরূপ দৃশ্য। ছবির মতো সাজানো লন্ডন শহরকে দেখা যায়। হিথরো বিমানবন্দরের আশপাশের বিখ্যাত অট্টালিকাগুলিও দেখা যায়। ধীরে ধীরে বিমানটি রানওয়েতে নামে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। বিস্ময় প্রকাশ করেছেন নেটাগরিকেরা। অনেকেই ওই দৃশ্যটিকে অপরূপ তকমা দিয়েছেন। অনেকে আবার মজার মজার মন্তব্যও করেছেন ভিডিয়োটি দেখার পর। এক নেটাগরিক লিখেছেন, ‘‘ভিডিয়ো করতে গিয়ে আমাদের লাগেজের কথা ভুলবেন না কিন্তু!’’

Advertisement
আরও পড়ুন