Viral Video

ছেলের সঙ্গে খেলতে নারাজ প্রতিবেশিনীর পুত্র, রাগে প্রতিবেশিনীকেই পিটিয়ে দিলেন যুবক! ভাইরাল ভিডিয়ো

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হ্যানয়ের স্কাই সেন্ট্রাল অ্যাপার্টমেন্ট নামে একটি বহুতলে ঘটনাটি ঘটেছে। ওই বহুতলে পাশাপাশি দু’টি ফ্ল্যাটে থাকতেন এনটি নামের এক তরুণী এবং অভিযুক্ত যুবক ডাং চি থান। দু’জনেরই নাবালক পুত্র রয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৫ ১৭:৪৬
Police arrest man after he beat woman as her child refused to play with his child in Vietnam

প্রতিবেশিনীকে মারধরের সেই দৃশ্য। ছবি: এক্স থেকে নেওয়া।

তাঁর পুত্রের সঙ্গে খেলতে রাজি হয়নি প্রতিবেশীর পুত্র। তাই রেগে গিয়ে প্রতিবেশী ওই তরুণীকেই বেদম মারধর করলেন এক যুবক। তরুণীকে একের পর এক লাথি-চড়়-ঘুষি মারলেন তিনি। মারধরের চোটে হাসপাতালেও ভর্তি হতে হল তরুণীকে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভিয়েতনামের হ্যানয়ে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হ্যানয়ের স্কাই সেন্ট্রাল অ্যাপার্টমেন্ট নামে একটি বহুতলে ঘটনাটি ঘটেছে। ওই বহুতলে পাশাপাশি দু’টি ফ্ল্যাটে থাকতেন এনটি নামের এক তরুণী এবং অভিযুক্ত যুবক ডাং চি থান। দু’জনেরই নাবালক পুত্র রয়েছে। তাদের বয়সও প্রায় এক। জানা গিয়েছে, সম্প্রতি এনটির পুত্রের সঙ্গে খেলা করতে গিয়েছিল ডাংয়ের পুত্র। কিন্তু এনটির পুত্র রাজি হয়নি। সে কথা ডাংয়ের পুত্র ডাংকে এসে জানায়। এর পরেই ছেলেকে নিয়ে এনটিকে চেপে ধরেন ডাং। যুবক দাবি করেন, এনটি তাঁর ছেলেকে আঘাত করেছেন। তা নিয়ে দু’জনের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। কিন্তু হঠাৎই এনটিকে মারধর করতে শুরু করেন ডাং। দেওয়ালে ঠেলে দিয়ে জনসমক্ষেই এনটিকে এলোপাথাড়ি কিল-চড়-লাথি-ঘুষি চালাতে শুরু করেন তিনি। এনটি ছাড়়ানোর চেষ্টা করলেও লাভ হয়নি। তরুণীকে বেদম মারধর করেন ডাং। সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন দু’জনের পুত্র এবং ডাংয়ের স্ত্রীও। আবাসনের কয়েক জন বাসিন্দাও ছিলেন সেখানে। কিন্তু কেউ ঝামেলা থামাতে এগিয়ে যাননি। পরে নিরাপত্তারক্ষীরা এসে ডাংকে আটকান। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

জানা গিয়েছে, ডাংয়ের হাতে মার খেয়ে আহত হয়েছেন এনটি। চিকিৎসার জন্য তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অন্য দিকে, তরুণীর অভিযোগের ভিত্তিতে ডাংকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা-ও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছে বলেও খবর।

মারধরের ঘটনার ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘আমি বুঝতে পারছি না যে কেন আজকাল মানুষ এত রেগে আছে। সারা বিশ্ব জুড়েই তেমনটা দেখা যাচ্ছে।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘নিন্দনীয়। শিশুদের উপর কী প্রভাব পড়বে ভাবুন তো! আর এত জন থাকা সত্ত্বেও যুবককে কেউ আটকালেন না কেন?’’

Advertisement
আরও পড়ুন