বন্ধুকে উদ্ধারের জন্য নদীতে সাঁতার কাটছে এক দল বাঁদর। ছবি: এক্স থেকে নেওয়া।
নদীর পারে বসেছিল একটি বাঁদর। দেখে শিকার করতে নিশ্চুপে এগিয়ে যায় বিশাল এক কুমির! ধরে ফেলে বাঁদরটিকে। জলে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আর তখনই ঐক্য ও সাহসের এক অভূতপূর্ব নিদর্শন দেখাল অন্য বাঁদরেরা। বন্ধুর জীবন বিপন্ন দেখে তাকে বাঁচাতে জলে লাফ দিল তারাও। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ওড়িশার কেন্দ্রাপাড়ায়। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কেন্দ্রাপাড়ার একটি নদীর তীরে ঘটনাটি ঘটে। এলাকাটি বিভিন্ন বন্যপ্রাণী এবং কুমিরের আবাসস্থল হিসাবে পরিচিত। নদীর ধারে একটি বাঁদর বসে থাকার সময় জল থেকে বেরিয়ে হঠাৎ তাকে আক্রমণ করে ভয়ঙ্কর কুমির। অসহায় বাঁদরটিকে জলে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে সে। সেই দৃশ্য দেখে বাঁদরের একটি পুরো দল নদীতে ঝাঁপিয়ে পড়ে। কুমিরের আক্রমণ থেকে বন্ধুকে বাঁচাতে মরিয়া হয়ে নিজেদের জীবন বিপন্ন করে তারা। শীঘ্রই কুমিরটিকে চারদিক থেকে ঘিরে ফেলে তারা। অপ্রত্যাশিত প্রতিরোধের মুখে পড়ে পিছু হটে কুমিরটি। শিকার ছেড়ে পালিয়ে যায়। এর পর আহত সঙ্গীকে নিরাপদে নদীর তীরে নিয়ে যায় বাঁদরের দল। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে সংবাদমাধ্যম ‘ওড়িশাটিভি’র এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন ভিডিয়োটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার বাঁদরের দলের সাহসিকতার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘ঐক্য এবং সাহসিকতার এক বিরল নিদর্শন। মানুষ হলে এমনটা করার কথা হয়তো ভাবত না।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘প্রকৃত বন্ধু। বাঁদরদের সাহসিকতাকে কুর্নিশ জানাই।’’