Train Service Disrupted in Sealdah

কাঁকুড়গাছিতে পয়েন্ট খারাপ, সওয়া এক ঘণ্টা দমদম থেকে শিয়ালদহের মাঝে বন্ধ রইল ট্রেন, ভোগান্তি

রেল সূত্রে জানা গিয়েছে, কাঁকুড়গাছিতে পয়েন্ট খারাপ। তাই ডাউনে চার নম্বর লাইনে ট্রেন চলাচল করতে পারছে না। দু’নম্বর লাইন দিয়ে ট্রেন চালানোর চেষ্টা চলছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৩৩
(বাঁ দিকে) বুধবার দুপুরে দমদম থেকে শিয়ালদহের মাঝে দাঁড়িয়ে রয়েছে একের পর এক ট্রেন। লাইন ধরে হেঁটে চলেছেন যাত্রীরা (ডান দিকে)।

(বাঁ দিকে) বুধবার দুপুরে দমদম থেকে শিয়ালদহের মাঝে দাঁড়িয়ে রয়েছে একের পর এক ট্রেন। লাইন ধরে হেঁটে চলেছেন যাত্রীরা (ডান দিকে)। — নিজস্ব চিত্র।

কাঁকুড়গাছিতে পয়েন্ট খারাপ। তার জেরে বুধবার দুপুরে এক ঘণ্টারও বেশি সময় ব্যাহত হল শিয়ালদহ উত্তরের ট্রেন চলাচল। শিয়ালদহ ডিআরএম অফিস জানিয়েছে, দুপুর ১২টা ১৪ মিনিট নাগাদ দমদম থেকে শিয়ালদহের মাঝে বেশ কয়েকটি ট্রেন দাঁড়িয়ে পড়ে। কোনও ট্রেনই শিয়ালদহে ঢুকতে পারেনি। রেল সূত্রে জানা গিয়েছে, ডাউনে ৪ নম্বর লাইনে ট্রেন চলাচল করতে পারেনি। বিকল্প হিসাবে ২ নম্বর লাইন দিয়ে ট্রেন চালানোর চেষ্টা করা হয়। বাতিল করা হয় বেশ কিছু আপ ট্রেন। বিপাকে পড়েন নিত্যযাত্রীরা। শেষে দুপুর ১টা ৩৫ মিনিটে সেটি ঠিক করা সম্ভব হয়। তার পরেই ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

Advertisement

যাত্রীরা জানিয়েছেন, বুধবার দুপুরে দমদম আউটারে পর পর হাসনাবাদ, গোবরডাঙা লোকাল দাঁড়িয়ে পড়ে। কাঁকুড়গাছির আগে দমদম-শিয়ালদহের মধ‍্যে পর পর ডানকুনি, দত্তপুকুর লোকাল দাঁড়িয়ে পড়ে। কোনও ট্রেন শিয়ালদহ ঢুকতে পারেনি। এর ফলে বিপাকে পড়েন যাত্রীরা। অনেকেই ট্রেন থেকে নেমে লাইন ধরে হাঁটা শুরু করেন। অনেকে আবার হেঁটে এগিয়ে গিয়ে দমদম থেকে বাস ধরেন। গত শনি এবং রবিবার এই লাইনে কাঁকুড়গাছিতে নন-ইন্টারলকিংয়ের কাজ হয়েছিল। প্রায় ৫২ ঘণ্টা ধরে কাজ করে রেল।

পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক (ভারপ্রাপ্ত) দীপ্তিময় দত্ত বলেন, “কাঁকুড়গাছিতে একটি পয়েন্ট খারাপ হয়েছে। তার ফলে ১, ২ এবং ৪ নম্বর লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ম্যানুয়াল সিগন‍্যালিংয়ের মাধ্যমে ১ এবং ২ নম্বর আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল শুরু হয়েছে। ৪ নম্বর দিয়েও শীঘ্রই ট্রেন চালানো হবে।” এর পরে বুধবার দুপুর ১টা ৩৫ মিনিট নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

Advertisement
আরও পড়ুন