kasba

কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ‘ধর্ষণ’! সিনেমা জগতের দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তরুণীর, তদন্তে কসবা থানা

তরুণীর অভিযোগের ভিত্তিতে ধর্ষণ-সহ একাধিক ধারায় এফআইআর দায়ের করেছে কসবা থানার পুলিশ। জানা গিয়েছে, ২০২৩ সালে মডেলিং করতেন অভিযোগকারিণী।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২৫ ১৪:৫৬
Two men accused of harassing a woman by promising her work in a movie

—প্রতীকী চিত্র।

কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল দুই ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তেরা সিনেমা জগতের সঙ্গে যুক্ত বলে দাবি তরুণীর। ২০২৩ সালের ঘটনায় অভিযোগ দায়ের হল কসবা থানায়। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে এক তরুণী কসবা থানায় এসে শারীরিক নির্যাতনের অভিযোগ করেন। তাঁর অভিযোগ, ২০২৩ সালে তাঁর সঙ্গে সিনেমা জগতের দুই ব্যক্তির পরিচয় হয়। সেই বছরেই অগস্টে তাঁদের যৌন লালসার শিকার হন অভিযোগকারিণী। পরে বিভিন্ন সময়ে একই ভাবে যৌন নির্যাতন করা হয়। মুখ বন্ধ রাখার হুমকিও দেওয়া হয়েছিল বলেও জানিয়েছেন অভিযোগকারিণী।।

তরুণীর অভিযোগের ভিত্তিতে ধর্ষণ-সহ একাধিক ধারায় এফআইআর দায়ের করেছে কসবা থানার পুলিশ। জানা গিয়েছে, ২০২৩ সালে মডেলিং করতেন অভিযোগকারিণী। তরুণীর ইচ্ছা ছিল সিনেমায় কাজ করার। অনেকের সঙ্গেই যোগাযোগ হয়েছিল। অভিযুক্তদের সঙ্গে আলাপ হয় সেই সূত্রে।

পুলিশ ইতিমধ্যে প্রাথমিক ভাবে অভিযোগকারিণীর বয়ান নেওয়া হয়েছে। বিস্তারিত ভাবে সমস্ত অভিযোগ জানার কাজ শুরু হয়েছে। অভিযুক্তদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। অভিযোগকারিণীর মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে। পাশাপাশি, ঘটনার সময় তাঁর পরনে যে পোশাক ছিল, তা-ও সংগ্রহ করার প্রক্রিয়া চলছে।

Advertisement
আরও পড়ুন