Police Investigation

নকল সোনা কাণ্ডে ধৃতের স্ত্রীর পাল্টা অভিযোগ

পর্ণশ্রীতে মারধরে ভিন্‌ রাজ্যের এক ব্যবসায়ীর মৃত্যু এবং অন্য জনের আহত হওয়ার ঘটনায় মঙ্গলবার ওই দু’জনের বিরুদ্ধেই থানায় পাল্টা অভিযোগ দায়ের হল।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ জুন ২০২৫ ০৭:৫৭
পর্ণশ্রীতে মারধরে ভিন্‌ রাজ্যের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছিল।

পর্ণশ্রীতে মারধরে ভিন্‌ রাজ্যের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছিল। —প্রতীকী চিত্র।

নকল সোনা বন্ধক রেখে স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ১১ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছিলেন ভিন্‌ রাজ্যের দুই ব্যবসায়ী। পুলিশি তদন্তে সামনে এসেছে, এক জন নয়, শহরের একাধিক ব্যবসায়ীর কাছ থেকে ওই পদ্ধতিতে টাকা হাতিয়েছিলেন দু’জন। পর্ণশ্রীতে মারধরে ভিন্‌ রাজ্যের এক ব্যবসায়ীর মৃত্যু এবং অন্য জনের আহত হওয়ার ঘটনায় মঙ্গলবার ওই দু’জনের বিরুদ্ধেই থানায় পাল্টা অভিযোগ দায়ের হল। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছে পর্ণশ্রী থানা।

শনিবার রাতে পর্ণশ্রীর ধর্মরাজতলায় রাস্তার পাশ থেকে রক্তাক্ত দুই ব্যবসায়ীকে উদ্ধার করা হয়। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে মহেন্দ্র সিংহ নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়। তদন্তে নেমে তাঁদের মারধরের অভিযোগে এলাকার স্বর্ণ ব্যবসায়ী চন্দন ঘোষ-সহ আট জনকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার চন্দন ঘোষের স্ত্রী শম্পা লিখিত অভিযোগে জানান, অভিযুক্ত দুই ব্যবসায়ী নকল সোনা বন্ধক রেখে ১১ লক্ষ টাকা নিয়েছিলেন। কিন্তু পরীক্ষার পরে সোনা যে নকল, তা বুঝতে পেরে টাকা ফেরত চাওয়া হয়েছিল। অথচ, টাকা ফেরত না দিয়ে দুই ব্যবসায়ী পুনরায় নকল সোনা বিক্রির চেষ্টা করছিলেন বলে শম্পার দাবি। পুলিশ অভিযোগ খতিয়ে দেখছে। এক তদন্তকারী আধিকারিক বলেন, ‘‘অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক ভাবে এর পিছনে একটি চক্র থাকতে পারে। তা তদন্ত করে দেখা হচ্ছে।’’

আরও পড়ুন