BGBS 2025

টাটা সন্সের কর্ণধারের সঙ্গে ফোনে কথা মমতার, কলকাতা-ইউরোপ উড়ান চালানোর অনুরোধ মুখ্যমন্ত্রীর

মমতা জানিয়েছেন, টাটা সন্সের কর্ণধার তাঁকে বলেছেন, সুযোগ পেলেই তিনি কলকাতায় এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। ফোনে কথোপকথনের সময়েই তাঁর কাছে কলকাতা-ইউরোপ সরাসরি বিমান পরিষেবার অনুরোধ জানান মুখ্যমন্ত্রী।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৪৫
বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: ফেসবুক।

রিলায়্যান্স, জিন্দল, আরপিএসজি-সহ দেশের প্রথম সারির শিল্পগোষ্ঠীর মুখ্য শিল্পপতিরা বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকলেও ছিলেন না টাটা গোষ্ঠীর প্রথম সারির কেউ। সে প্রসঙ্গেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, টাটা সন্সের কর্ণধার রাজশেখরনের সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছে মঙ্গলবার। মমতা তাঁকে অনুরোধ করেছেন, কলকাতা থেকে সরাসরি যাতে ইউরোপ বিমান পরিষেবা চালু করা যায়।

Advertisement

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে নিজের বক্তৃতার একেবারে শেষে টাটা কর্তার সঙ্গে ফোনে কথার প্রসঙ্গ উল্লেখ করেছিলেন মমতা। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘‘টাটা সন্সের এখন যিনি দায়িত্বে রয়েছেন, সেই রাজশেখরনজির সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। তিনি জানিয়েছেন, বিশেষ কারণে তিনি বিজিবিএসে আসতে পারছেন না। তবে সিইও স্তরের কর্তাদের তাঁরা পাঠিয়েছেন।’’ মমতার কথায়, ‘‘টাটারা বাংলার জন্য অনেক কিছু করতে চায়।’’

মমতা এ-ও জানিয়েছেন, টাটা সন্সের কর্ণধার তাঁকে বলেছেন, সুযোগ পেলেই তিনি কলকাতায় এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। ফোনে কথোপকথনের সময়েই কলকাতা-ইউরোপ সরাসরি বিমান পরিষেবার অনুরোধ জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘আমি ওঁকে অনুরোধ করেছি। টাটারা এয়ার ইন্ডিয়া নিয়েছে। তাই বলেছি কলকাতা থেকে যাতে সরাসরি ইউরোপের বিমান পরিষেবা চালু করার বিষয়টি তিনি দেখেন।’’

উল্লেখ্য, টাটা গোষ্ঠীর মোটরগাড়ি কারখানাকে ঘিরেই সিঙ্গুরে জমি আন্দোলনে নেতৃত্বে দিয়েছিলেন মমতা। যা তাঁর ক্ষমতায় আসার অন্যতম সূচক হিসাবে ধরা হয়। যদিও মুখ্যমন্ত্রী হওয়ার আগে এবং পরে মমতা একাধিক বার বলেছেন, তাঁরা কখনওই টাটার বিরুদ্ধে নন। তৎকালীন বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বাধীন সরকার যে কায়দায় জোর করে জমি অধিগ্রহণ করেছিল, তিনি তার বিরুদ্ধে। যদিও সেই আন্দোলনের সময়ে টাটার পণ্য বয়কটের কর্মসূচিও হয়েছিল সিঙ্গুরে।

কিন্তু সে সব এখন অতীত। বিরোধী নেত্রী থেকে মমতা এখন তৃতীয় মেয়াদের মুখ্যমন্ত্রী। প্রশাসনের অনেকের মতে, প্রশাসক হিসাবে মমতার যা করা দরকার, তা-ই করেছেন। এর মধ্যে অতীত টানা বাতুলতা।

Advertisement
আরও পড়ুন