India Pakistan Tension

সেনাকে নিয়ে সমাজমাধ্যমে ‘বিদ্বেষমূলক’ পোস্টের অভিযোগ, বাঁকুড়ার যুবককে গ্রেফতার করল পুলিশ

বাঁকুড়া জেলা পুলিশ এই ধরনের সাইবার অপরাধ ঠেকাতে বিভিন্ন সমাজমাধ্যমে ২৪ ঘণ্টা নজরদারি করছে। বিদ্বেষমূলক পোস্ট করা ব্যক্তিদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পুলিশ সুপার বৈভব তিওয়ারি।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১১ মে ২০২৫ ১৫:০৫

—প্রতিনিধিত্বমূলক ছবি।

ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনার আবহে সমাজমাধ্যমে বিদ্বেষমূলক পোস্ট করার অভিযোগে গ্রেফতার হলেন এক যুবক। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সফিক খান। তাঁর বাড়ি বাঁকুড়ার রাইপুর থানার উপরবাঁধা গ্রামে। সফিককে রবিবার খাতড়া মহকুমা আদালতে হাজির করাচ্ছে পুলিশ।

Advertisement

রাইপুর ব্লকের উপরবাঁধা গ্রামের যুবক সফিক সম্প্রতি এমন কিছু ফেসবুক পোস্ট করেছেন যা বিদ্বেষমূলক বলে অভিযোগ উঠেছে। অভিযোগ, কোনও কোনও পোস্টে তিনি ভারতীয় সেনাবাহিনীর প্রতি অসম্মানজনক কথা বলেছেন। কোথাও কোথাও পাকিস্তান সেনার প্রতি প্রচ্ছন্ন সমর্থন জানিয়েছেন। তাঁর ওই পোস্টগুলি ছড়িয়ে পড়ার পর রাইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন স্থানীয় বিজেপি কর্মীরা। অভিযোগ খতিয়ে দেখে শনিবার রাতেই সফিককে গ্রেফতার করেছে বলে জানায় পুলিশ।

বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি বলেন, ‘‘অভিযোগ পাওয়ার পরেই অভিযুক্তের সমাজমাধ্যমের প্রোফাইলটি খতিয়ে দেখা হয়। দেশের প্রতি বিদ্বেষমূলক পোস্ট করার অপরাধে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।’’ তিনি এ-ও জানান, বাঁকুড়া জেলা পুলিশ এই ধরনের সাইবার অপরাধ ঠেকাতে বিভিন্ন সমাজমাধ্যমে ২৪ ঘণ্টা নজরদারি করছে। বিদ্বেষমূলক পোস্ট করা ব্যক্তিদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিষয়টি নিয়ে বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা সম্পাদক দীপককুমার দাস বলেন, ‘‘দেশে থেকে দেশের প্রতি এমন বিদ্বেষমূলক পোস্ট কোনও ভাবেই বরদাস্ত করা যায় না। আমরা সফিক খানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলাম। পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। আমরা তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’’

Advertisement
আরও পড়ুন