তৃণমূল সাংসদ সৌগত রায়। —ফাইল চিত্র।
একাধিক শারীরিক সমস্যা নিয়ে গত ২২ জুন থেকে শহরের একটি হাসপাতালে ভর্তি তিনি। স্নায়ুর সমস্যা, শিরদাঁড়ায় ব্যথা, রক্তে বাড়তি পটাশিয়াম (হাইপারক্যালেমিয়া), সেরিব্রাল লিউকোরাইওসিস (মস্তিষ্কের বয়সজনিত সমস্যা) রয়েছে। জড়িয়ে যাচ্ছে কথা। প্রবীণ তৃণমূল সাংসদ সৌগত রায়ের শারীরিক অবস্থা নিয়ে বুধবার রাতে মেডিক্যাল বুলেটিন প্রকাশ করেছেন সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ।
স্নায়ুরোগ বিশেষজ্ঞ মনোজ সাহার নেতৃত্বাধীন মেডিক্যাল বোর্ড সৌগতের চিকিৎসার দায়িত্বে রয়েছে। রিপোর্টে জানানো হয়েছে, ৭৭ বছরের সাংসদ ভারনিক এনসেফালোপ্যাথিতে আক্রান্ত। তিনি অনিদ্রা, স্নায়ুর পীড়া এবং অবসাদের জন্য একাধিক ওষুধ খাচ্ছিলেন। সেগুলি আপাতত বন্ধ রাখা হয়েছে। কিডনির সমস্যার ঝুঁকি এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও তিনি এখনও তন্দ্রাচ্ছন্ন। কথাতেও জড়তা রয়েছে।
ক্যারোটিড অ্যাথেরোস্ক্লেরোসিসে আক্রান্ত হওয়ার কারণে ধমনীতে রক্তপ্রবাহে সমস্যা রয়েছে সৌগতের। আপাতত রাইলস টিউবের সাহায্যেই তাঁকে খাওয়ানো হচ্ছে। শ্বাসকষ্টের সমস্যার কারণে দেওয়া হয়েছে নেবুলাইজ়ার। ক্যাথেটারও দেওয়া হয়েছে। মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, সংক্রমণজনিত সমস্যা এড়াতে ‘ব্যারিয়ার নার্সিং’ এবং কথায় জড়তা এড়াতে স্পিচ এবং সোয়ালো থেরাপির পরামর্শ দেওয়া হয়েছে। করানো হচ্ছে ফিজিওথেরাপি। তবে দমদমের সাংসদের শরীরের তাপমাত্রা মোটের উপর স্বাভাবিক। অক্সিজেনের মাত্রা ৯৯ শতাংশ।
প্রসঙ্গত, দিঘায় জগন্নাথধামের উদ্বোধনের অনুষ্ঠানে যাওয়ার আগে অসুস্থ হয়ে পড়েছিলেন সৌগত। পেসমেকার বসে। অক্ষয়তৃতীয়ার দিন অসুস্থ হয়ে পড়ার পরে সৌগতকে আর বাড়িতে রাখার ঝুঁকি নেয়নি পরিবার। বেলঘরিয়ার হাসপাতাল এবং পরে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। গত ২২ জুন থেকে হাসপাতালে ভর্তি সৌগতের স্নায়ুর রোগ ধরা পড়েছে সম্প্রতি। তাঁর চিকিৎসায় গঠিত হয়েছে মেডিক্যাল বোর্ড। সাংসদের শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য স্নায়ুরোগ বিশেষজ্ঞ মনোজ সাহা ছাড়াও রয়েছেন চিকিৎসক বৈভব শেঠ, অরিন্দম মৈত্র এবং রাহুল জৈন। হাসপাতাল সূত্রে খবর, গত কয়েক দিন ধরে সৌগতের শারীরিক পরিস্থিতির অবনতি হচ্ছিল। সোমবার থেকে তা আরও জটিল হয়েছে।