Double Death Case in Khejuri

খেজুরিতে জোড়া মৃত্যু! শুভেন্দুর দাবি, খুন, তৃণমূল বলল দুর্ঘটনা, সোমবার বন্‌ধের ডাক বিজেপির

মহরম উপলক্ষে শুক্রবার রাতে একটি নাচের অনুষ্ঠান হয়েছিল ভাঙনমারি এলাকায়। সকালে অনুষ্ঠানস্থলের অনতিদূরে দু’জনের দেহ উদ্ধার হয়।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১২ জুলাই ২০২৫ ১২:২০
Suvendu Adhikari

ঘটনাস্থলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, খুন করা হয়েছে দু’জনকে। —নিজস্ব চিত্র।

দু’জনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শোরগোল পূর্ব মেদিনীপুরের খেজুরি থানার ভাঙনমারি গ্রামে। পরিবারের দাবি, খুন হয়েছেন দু’জন। যদিও পুলিশ এ নিয়ে স্পষ্ট কোনও বিবৃতি দেয়নি। অন্য দিকে, এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক শোরগোল। ঘটনাস্থলে গিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি ‘জোড়া খুনের’ প্রতিবাদে আগামী সোমবার বন্‌ধের ডাক দিয়েছেন।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, মহরম উপলক্ষে শুক্রবার রাতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ভাঙনমারি এলাকায়। সকালে অনুষ্ঠানস্থলের অনতিদূরে দু’জনের দেহ উদ্ধার হয়। তাঁরা স্থানীয় বাসিন্দা বলে জানা গিয়েছে। এক জনের নাম সুধীর পাইক, অন্য জনের নাম সুজিত দাস। মৃতদের পরিবারের দাবি, দু’জনের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। যদিও অনুষ্ঠানের আয়োজকদের দাবি, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে দু’জনের। একই দাবি করেছে তৃণমূল।

ইতিমধ্যে দেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলে যান স্থানীয় বিধায়ক শান্তনু প্রামাণিক। পরে এলাকায় যান নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু। তিনি বলেন, ‘‘খুন যে হয়েছে, এতে কোনও সন্দেহ নেই। এটা পরিষ্কার ‘মার্ডার কেস।’ রাজ্য সরকারের হাসপাতালে ময়নাতদন্ত হলে কোনও আপত্তি নেই। তবে কেন্দ্রীয় হাসপাতালের কোনও চিকিৎসককে থাকতে দিতে হবে। তা ছাড়া ময়নাতদন্তের সময় পরিবারের লোকজনকে থাকতে দিতে হবে।’’ বিধায়কের সংযোজন, ‘‘হিন্দু বলে খুন করেছে তৃণমূল আশ্রিত গুন্ডারা। কাউকে ছাড়া হবে না।’’ তিনি ঘোষণা করেন, শনিবার বেলা ১২টা থেকে ২টো পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি হবে। আগামী সোমবার হিন্দু সংগঠনগুলির ডাকে বন্‌ধ পালিত হবে খেজুরিতে। জনকা থেকে বিদ্যাপীঠ মোড় পর্যন্ত মিছিলে নেতৃত্ব দেবেন তিনি নিজে।

অন্য দিকে, তৃণমূলের জেলা কমিটির সদস্য শ্যামল মিশ্রের দাবি, নিছক দুর্ঘটনাকে রাজনৈতিক হাতিয়ার করছে বিজেপি। তিনি বলেন, ‘‘সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে গিয়ে অসাবধানতাবশত দু’জন বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিলেন। দুর্ভাগ্যজনক ভাবে তাঁদের মৃত্যু হয়েছে। আমরা গভীর ভাবে শোকাহত। কিন্তু এমন একটি মর্মান্তিক ঘটনাকে হাতিয়ার করে কিছু ব্যক্তি রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে মাঠে নেমেছেন। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।”

Advertisement
আরও পড়ুন