Nadia Incident

বিবাহবিচ্ছেদের আগেই অন্য এক ইউটিউবারের স্ত্রীকে বিয়ে! গ্রেফতার নদিয়ার ইউটিউবার

মৃণাল বিশ্বাস নামে এক ইউটিউবারের অভিযোগের ভিত্তিতে নদিয়ার নাকাশিপাড়া থানার পুলিশ দীপঙ্কর বিশ্বাসকে গ্রেফতার করে। তবে তাঁর গ্রেফতারির খবর পেয়ে থানায় হাজির তাঁর দুই পক্ষের স্ত্রীই। দু’জনেরই দাবি, তাঁদের স্বামী নির্দোষ।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২৫ ২১:২৫
A man from Nadia was arrested for allegedly marrying another YouTuber\\\'s wife before their divorce

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়নি। তার আগেই এক ইউটিবারের স্ত্রীকে বিয়ে করার অভিযোগ উঠল আর এক ইউটিউবারের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার নদিয়ার বাসিন্দা দীপঙ্কর বিশ্বাস নামে এক যুবক।

Advertisement

জানা গিয়েছে, মৃণাল বিশ্বাস নামে এক ইউটিউবারের স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন দীপঙ্কর। শুধু তা-ই নয়, বিয়েও করেন। তার পরেই থানায় দীপঙ্করের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মৃণাল। তাঁর অভিযোগ, স্ত্রী সুমির সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়নি। তা সত্ত্বেও কী ভাবে দীপঙ্কর তাঁর স্ত্রীকে বিয়ে করলেন? উল্লেখ্য, দীপঙ্করের প্রথম পক্ষের স্ত্রী বর্তমান। তার পরেও সুমিকে বিয়ে করেন তিনি।

মৃণালের অভিযোগের ভিত্তিতে নদিয়ার নাকাশিপাড়া থানার পুলিশ দীপঙ্করকে গ্রেফতার করে। তবে তাঁর গ্রেফতারির খবর পেয়ে থানায় হাজির তাঁর দুই পক্ষের স্ত্রীই। থানায় বসে তাঁরা দু’জন দাবি করেন, দীপঙ্কর নির্দোষ। তাঁরা দু’জনই স্ত্রী হিসাবে থাকতে চান! রবিবার তাঁকে আদালতে হাজির করানো হলে হলে জামিনে মুক্তি পান দীপঙ্কর। জামিনে মুক্তি পেয়েই তিনি ফেসবুক লাইভে এসে নাম না-করে মৃণালকে নিশানা করেন। দাবি, অনেকেই ফুটেজ খাওয়ার চেষ্টা করছেন। গুজবে কান দেবেন না।

আদালতে নিয়ে যাওয়ার পথে পুলিশের গাড়িতে বসে দীপঙ্কর বলেন, “আমার নতুন বউয়ের আগের স্বামী অভিযোগ করেছেন। তিনি বিবাহবিচ্ছেদ চান। তবে বিবাহবিচ্ছেদ হওয়ার আগে কেন বিয়ে করেছি, তাই অভিযোগ করেছে। সেই কারণেই আমাকে গ্রেফতার করা হয় আমার বাড়ি থেকে।’’ জানা গিয়েছে, দীপঙ্করের বাড়ি নদিয়ার বেথুয়াডহরিতে।

Advertisement
আরও পড়ুন