Murshidabad Incident

অজ্ঞাতপরিচয় কিশোরীর অর্ধনগ্ন গলাকাটা দেহ পড়ে মাঠে! নজরে আসতেই শোরগোল মুর্শিদাবাদে

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ৮টা নাগাদ ওই মাঠে এক শিশু আম কুড়োতে গিয়েছিল। সেই সময়ই মাঠের মাঝে কিশোরীর ক্ষতবিক্ষত দেহ দেখতে পায় সে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ জুন ২০২৫ ১৩:৪০
A teenager body found in a field in Murshidabad’s Raghunathganj

যুবতীর দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। —নিজস্ব চিত্র।

অজ্ঞাতপরিচয় কিশোরীর অর্ধনগ্ন গলাকাটা দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানা এলাকায়। মঙ্গলবার সকালে ওই এলাকার রানিনগরের ভাটুপাড়া মাঠে ওই কিশোরীর দেহ উদ্ধার হয়। পুলিশের প্রাথমিক অনুমান, কেউ বা কারা ওই কিশোরীকে অন্য জায়গায় খুন করে রাতের অন্ধকারে মাঠে ফেলে দিয়ে চলে যান। মৃতার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ৮টা নাগাদ ওই মাঠে এক শিশু আম কুড়োতে গিয়েছিল। সেই সময়ই মাঠের মাঝে কিশোরীর ক্ষতবিক্ষত দেহ দেখতে পায় সে। ভয়ে এবং আতঙ্কে ওই শিশু চিৎকার শুরু করে। তার চিৎকারে ছুটে আসেন স্থানীয়েরা। কেউই ওই কিশোরীকে চিনতে পারেন না। খবর দেওয়া হয় রঘুনাথগঞ্জ থানায়।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কী ভাবে ওই কিশোরীর মৃত্যু হল, তার কারণ স্পষ্ট নয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোরীর বয়স আনুমানিক ১৪ থেকে ১৬ বছর। এখনও পর্যন্ত তার পরিচয় জানা যায়নি। স্থানীয়দেরও দাবি, কিশোরীকে খুন করে মাঠে ফেলে রাখা হয়েছে। কিশোরীর পরিচয় এবং ঘটনার নেপথ্য কারণ খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। দ্রুত বিষয়টি পরিষ্কার হবে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Advertisement
আরও পড়ুন