Murshidabad Marriage Controversy

৪ বার দেওরের সঙ্গে পালিয়েছিলেন বৌদি, পঞ্চম বার পুরোহিত ডেকে স্ত্রীর বিয়ে দিলেন মুর্শিদাবাদের যুবক

বৃহস্পতিবার প্রতিবেশীদের অনুষ্ঠান করে স্ত্রীকে তাঁর প্রেমিকের সঙ্গে বিয়ে দিয়েছেন এক যুবক। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভরতপুর থানা এলাকায়।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৪৮
Murshidabad Marriage Controversy

স্ত্রীর সঙ্গে তাঁর প্রেমিকের বিয়ে দিলেন মুর্শিদাবাদের যুবক। —নিজস্ব চিত্র।

স্ত্রীর সঙ্গে প্রতিবেশী যুবকের দীর্ঘ দিনের প্রেম। প্রেমিকের জন্য এর আগে চার বার ঘর ছেড়েছেন স্ত্রী। প্রতি বার স্ত্রীকে ফিরিয়ে এনেছেন। তখনকার মতো মিটমাট হয়ে গিয়েছে। কিন্তু গত বুধবার আবার প্রেমিকের বাড়ি চলে গিয়েছিলেন স্ত্রী। এ বার আর বাধা দেননি। বরং বৃহস্পতিবার প্রতিবেশীদের নিমন্ত্রণ করে অনুষ্ঠান করে স্ত্রীর সঙ্গে তাঁর প্রেমিকের বিয়ে দিলেন স্বামী। হল মালাবদল, সিঁদুরদান। সাক্ষী গোটা পাড়া। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভরতপুর থানা এলাকায়।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, বছর সাতেক আগে ভরতপুরের রবীন সরকার ভালবেসে বিয়ে করেছিলেন বিচিত্রা সরকারকে। দম্পতির এক পাঁচ বছরের পুত্রসন্তান রয়েছে। কিন্তু বছর দুয়েক হল বিচিত্রা প্রতিবেশী অমিয় সরকারের প্রেমে পড়েন। দেওর-বৌদির ঘনিষ্ঠতা নিয়ে সালিশিও বসে।

রবীনের দাবি, বুধবার রাত ১১টা হবে তখন। স্ত্রী প্রতিবেশীর বাড়ি থেকে ঘুরে এসে বলে দেন, তিনি আর এই সংসারে থাকতে চান না। বিয়ে করতে চান অমিয়কে। বেশ কিছু ক্ষণ কথা কাটাকাটির পর রবীন জানিয়ে দেন তা-ই হবে। পর দিন বিকেলে প্রতিবেশীদের ডেকে আনেন তিনি। তাঁর কথায় অমিয়ের বাড়িতে হাজির হন পুরোহিত। নিজে দাঁড়িয়ে থেকে প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর বিয়ে দেন যুবক। দু’জনকে আশীর্বাদ করে বলেন, ‘‘তোমরা সুখে থাকো, ভাল থাকো।’’

স্ত্রীর গয়নাগাটি, শাড়ি এবং অন্যান্য জিনিস দিয়ে দেন নতুন দম্পতিকে। রবীন বলেন, ‘‘প্রেমে বাধা হতে পারিনি। ওদের সম্পর্ককে মর্যাদা দিয়েছি।’’ আর বিচিত্রা ঘোষণা, ‘‘আমি ওকে দু’বছর ধরে ভালবাসি। ওকে ছাড়া বাঁচতে পারতাম না। তাই স্বামী দাঁড়িয়ে থেকে আমাদের বিয়ে দিয়েছে।’’ প্রেমিক থেকে স্বামী হয়ে অমিয়র মন্তব্য, ‘‘বুধবার রাতে বাড়িতে এসে বিয়ে করবে বলে জেদ ধরে বসল ও। গ্রামের সকলকে বিষয়টি জানানোর পর আমাদের বিয়ে হল।’’ কিন্তু এই বিয়ের আইনি দিক নিয়ে প্রশ্ন তুলেছেন আত্মীয় এবং প্রতিবেশীরা।

Advertisement
আরও পড়ুন