Kaliganj By-Election

বর্ণাঢ্য শোভাযাত্রা! কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিলেন কালীগঞ্জের তৃণমূল প্রার্থী আলিফা

গত মঙ্গলবারই কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করেছিল তৃণমূল। ওই কেন্দ্রের বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের মৃত্যুর কারণেই উপনির্বাচন হচ্ছে। সেই উপনির্বাচনে তাঁর কন্যাকেই প্রার্থী করেছে বাংলার শাসক দল।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ মে ২০২৫ ২০:১৩
Kaliganj TMC candidate Alifa Ahmed submits her nomination for assembly by-election

মনোনয়ন দাখিল করলেন কালীগঞ্জের তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। —নিজস্ব চিত্র।

বিরাট শোভাযাত্রা। সকলের হাতেই প্রায় তৃণমূলের দলীয় পতাকা। মিছিলের মাঝখানে হুডখোলা গাড়ি। তাতে চেপেই আসন্ন উপনির্বাচনের জন্য মনোনয়ন জমা দিলেন নদিয়ার কালীগঞ্জের তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। সঙ্গে ছিলেন জেলা নেতৃত্বের অনেকেই।

Advertisement

গত মঙ্গলবারই কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করেছিল তৃণমূল। ওই কেন্দ্রের বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের মৃত্যুর কারণেই উপনির্বাচন হচ্ছে। প্রয়াত বিধায়কের কন্যাকেই সেই উপনির্বাচনে প্রার্থী করে ঘাসফুল শিবির। ৩৮ বছর বয়সি আলিফা এর আগে কালীগঞ্জ থেকে জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে এ বার দল তাঁকে বিধানসভা উপনির্বাচনে প্রার্থী করেছে।

মনোনয়ন জমা দিতে যাওয়া আগে আলিফা বলেন, ‘‘আমার বাবা ছিলেন তৃণমূলের এক নিবেদিত সৈনিক। আমি বছরের পর বছর তাঁর পাশে থেকে কাজ করেছি। জেলা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে এসেছি। দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ।’’ একই সঙ্গে কেন্দ্রের বিজেপি সরকারকে খোঁচা দিয়ে তিনি বলেন, ‘‘অন্যদের মতো, আমরা বেটি বাঁচাও, বেটি পড়াও-এর বিজ্ঞাপনে আটকে নেই, আমরা সত্যিই মহিলাদের জন্য কাজ করছি।’’

কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে ২০১১ ও ২০২১ সালে জয়ী হয়েছিলেন নাসিরউদ্দিন। ঘনিষ্ঠমহলে তিনি পরিচিত ছিলেন ‘লাল সাহেব’ নামে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বাড়িতে আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৭০ বছর। তাঁর মৃত্যুর পর তিন মাস বিধায়কহীন রয়েছে কালীগঞ্জ। আগামী ১৯ জুন বৃহস্পতিবার উপনির্বাচন হবে কালীগঞ্জে। ভোটগণনা হবে ২৩ জুন।

Advertisement
আরও পড়ুন