Stab to Death

কালীগঞ্জের ফুটবল মাঠে বচসা! প্রকাশ্যে যুবককে কুপিয়ে খুন, গ্রেফতার অভিযুক্ত

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত পরিমলের থেকে সুদের বিনিময়ে ২০ হাজার টাকা ধার নিয়েছিলেন সঞ্জিত। আসল টাকা ফেরালেও, সুদ পরিশোধ করতে পারেননি সঞ্জিত।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৫ ১৩:২১

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

স্থানীয় ক্লাবের মাঠে চলছিল ফুটবল খেলা। ম্যাচ চলাকালীন শুরু হয় বচসা৷ তার জেরে এক ব্যক্তিকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল৷ মৃত ব্যক্তির নাম সঞ্জিত ঘোষ তাঁর বয়স ৪৫ বছর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে৷ সোমবার তাকে কৃষ্ণনগর জেলা আদালতে হাজির করানো হয়।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, রবিবার সন্ধ্যায় কালিগঞ্জ থানা এলাকার সাধুগঞ্জ ফুটবল মাঠে খেলা দেখতে গিয়েছিলেন ফরিদপুর গ্রামের সঞ্জিত। ঠিক সে সময় মাঠে উপস্থিত হয় করালিয়া পূর্ব পাড়ার বাসিন্দা পরিমল রাজওয়ার। স্থানীয়দের দাবি, দু’জনেই পরস্পরকে আগে থেকে চিনতেন। হঠাৎ তাঁদের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, পরিমল সঞ্জিতের গলায় ধারালো অস্ত্রের কোপ মারেন। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন সঞ্জিত। স্থানীয়েরা তাঁকে উদ্ধার করে কালিগঞ্জ ব্লক প্রাথমিক হাসপাতালে নিয়ে যান।

অবস্থার অবনতি হওয়ায় তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই মৃত্যু হয়েছে সঞ্জিতের। এলাকার বাসিন্দারা পরিমলকে আটকে রেখে থানায় খবর দেন। পুলিশ পরিমলকে গ্রেফতার করে। ঘটনার তদন্ত শুরু করেছে তারা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত পরিমলের থেকে সুদের বিনিময়ে ২০ হাজার টাকা ধার নিয়েছিলেন সঞ্জিত। আসল টাকা ফেরালেও, সুদ পরিশোধ করতে পারেননি সঞ্জিত। সেই নিয়ে বচসার সূত্রপাত বলে মনে করছে পুলিশ।

Advertisement
আরও পড়ুন