Jangipur Police

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরের আগে শমসেরগঞ্জের অশান্তির ঘটনায় সাসপেন্ড তৎকালীন ওসি-সহ এক আধিকারিক

সাসপেন্ড হওয়া দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে উঠেছে কর্তব্যে গাফিলতির অভিযোগ। পুলিশ আইনের একাধিক ধারা ভঙ্গের অভিযোগে ইতিমধ্যেই তাঁদের বিরুদ্ধে চলছে বিভাগীয় তদন্তও।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ মে ২০২৫ ২৩:১২
Suspended two police officers of Samsherganj ahead CM Mamata Banerjee’s Visit

(বাঁ দিকে) শমসেরগঞ্জ থানার তৎকালীন ওসি শিবপ্রসাদ ঘোষ এবং সেকেন্ড অফিসার জালালউদ্দিন আহমেদ (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

সোমবার মুর্শিদাবাদ যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার ৪৮ ঘণ্টা আগে শমসেরগঞ্জ থানার দুই পুলিশ আধিকারিককে সাসপেন্ড (নিলম্বিত) করল জেলা পুলিশ। আগেই তাঁদের ক্লোজ় করা হয়েছিল। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তও চলছিল। তার মধ্যেই সাসপেন্ড করার কথা জানাল জঙ্গিপুর জেলা পুলিশ। সাসপেন্ড হওয়া দুই পুলিশ অফিসারের মধ্যে রয়েছেন সমশেরগঞ্জ থানার তৎকালীন ওসি শিবপ্রসাদ ঘোষ। এ ছাড়াও সেকেন্ড অফিসার জালালউদ্দিন আহমেদকেও সাসপেন্ড করলেন জঙ্গিপুরের পুলিশ সুপার অমিতকুমার সাউ। তাঁদের বিরুদ্ধে উঠেছে কর্তব্যে গাফিলতির অভিযোগ। পুলিশ আইনের একাধিক ধারা ভঙ্গের অভিযোগে ইতিমধ্যেই ওই দুই আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে।

Advertisement

নয়া ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদকে ঘিরে মুর্শিদাবাদের সুতি, ধুলিয়ান সমশেরগঞ্জ-সহ বেশ কিছু এলাকায় গোষ্ঠী সংঘর্ষে অশান্তি তৈরি হয়েছিল। তিন জনের মৃত্যুও হয়। লুট হয়েছে বহু দোকানপাট। ভাঙচুর হয়েছে বাড়িঘরও। ঘটনাচক্রে, সুতি, ধুলিয়ান, শমসেরগঞ্জ— তিনটি জায়গাই জঙ্গিপুর পুলিশ জেলার অধীনে। অশান্তির পর্বে বিরোধী দলগুলি-সহ স্থানীয়দেরও অনেকে পুলিশি গাফিলতির অভিযোগ করেছিলেন। সমশেরগঞ্জের স্থানীয়দের অনেকে এ-ও বলেছেন, অশান্তির খবর পাওয়ার চার ঘণ্টা পর পুলিশ পৌঁছেছিল। তত ক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে। সেই অভিযোগের পরই তৎপর হয়ে ওঠে পুলিশ-প্রশাসন। দিন কয়েক আগেই মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর পুলিশ জেলার সুপার বদল করে রাজ্য সরকার। তবে সেই বদলির সঙ্গে মুর্শিদাবাদের অশান্তির ঘটনার কোনও সম্পর্ক রয়েছে কি না, তা আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি সরকারের তরফে।

পুলিশ সূত্রে খবর, শমসেরগঞ্জ এবং সুতি থানা এলাকায় সাম্প্রতিক অশান্তির ঘটনা নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে একাধিক আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে। তদন্ত চলাকালীনই ‘ক্লোজ়’ করা হয়েছিল শমসেরগঞ্জ থানার তৎকালীন ওসি শিবপ্রসাদকে। শনিবার তাঁকে এবং জালালউদ্দিন নামে অন্য অফিসারকে সাসপেন্ড করল জঙ্গিপুর পুলিশ। এ প্রসঙ্গে পুলিশ সুপার জানান, বিভাগীয় তদন্ত চলছে। তদন্ত চলাকালীন দুই আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আর কিছু বলা যাবে না।

আগামী সোমবার মুর্শিদাবাদ সফরে যাচ্ছেন মমতা। এই সফরে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। শুধু তা-ই নয়, শমসেরগঞ্জের সাম্প্রতিক হিংসায় ক্ষতিগ্রস্ত বেশ কিছু পরিবার এবং দোকানদারের সঙ্গে দেখা করারও কথা রয়েছে তাঁর। মুখ্যমন্ত্রীর সফরের আগেই শনিবার সন্ধ্যায় রাজ্য পুলিশের এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার, জঙ্গিপুরের পুলিশ সুপার-সহ একাধিক শীর্ষ আধিকারিক শমসেরগঞ্জের ডিগ্রি, দাসপাড়া, পালপাড়ার মতো এলাকায় যান। সেখানে তাঁরা তালিকা ধরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে ১০ হাজার টাকা করে আর্থিক সাহায্য তুলে দেন পুলিশের তরফে।

Advertisement
আরও পড়ুন