Electrocuted

ইউটিউব দেখে খেলনা গাড়ি তৈরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু কিশোরের!

চিকিৎসকেরা জানান, হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে বিপ্লবের। এই খবরে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। একমাত্র সন্তানের এমন মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা পরিবার।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ জুন ২০২৫ ২৩:২৭
মৃতের নাম  বিপ্লব হালদার। ।

মৃতের নাম বিপ্লব হালদার। । —প্রতীকী চিত্র।

ইউটিউব দেখে ইলেক্ট্রনিক গাড়ি তৈরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক কিশোরের। পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে নিজের ঘরেই খেলনা গাড়ি বানাতে শুরু করে সে। তখনই বিদ্যুৎস্পৃষ্ট হয় বারো বছরের বিপ্লব হালদার। পরিবারের লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে নিয়ে যান ডোমকল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। চিকিৎসকেরা জানান, হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে বিপ্লবের। এই খবরে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। একমাত্র সন্তানের এমন মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা পরিবার।

Advertisement

কী ভাবে এই দুর্ঘটনা? এই প্রসঙ্গে মৃত কিশোরের মা বলেন, ‘‘ইউটিউব দেখে খেলনা বানানো শিখত। জলের ড্রামের ঢাকনা দিয়ে খেলনা বানানো শিখত। লম্ফ-আঠা নিয়ে খেলা করত। ওই সব নিয়েই থাকত। কখন থেকে বলছি বাবা স্নান কর। আমায় বলল, এইটুকু করে নিয়েই যাচ্ছি মা। হঠাৎ করে ঘরের ভিতর থেকে একটা শব্দ পাই। ততটা গুরুত্ব দিইনি। কিছু ক্ষণ পরে দেখি আগুনের ফুলকি জাতীয় কিছু বার হচ্ছে। গিয়ে দেখি সব শেষ! আমার কথা যদি একটু শুনত, এত বড় বিপদ হত না। শেষ হয়ে গেল ছেলেটা।”

Advertisement
আরও পড়ুন