ছবি: এআই সহায়তায় প্রণীত।
বন্ধুদের সঙ্গে মেলায় ঘুরতে গিয়ে অঘটন। নাগরদোলা থেকে ছিটকে গিয়ে মৃত্যু হল এক স্কুলছাত্রীর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ধুলিয়ান পুরসভার লালপুরে।
পুলিশ সূত্রে খবর, মৃতার নাম আসরিন খাতুন। বয়স ১২ বছর। ধুলিয়ান পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের লালপুরে মেয়েটির বাড়ি। স্থানীয় স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী সে। শুক্রবার রাতে মেলায় ঘুরতে গিয়ে নাগরদোলায় চেপেছিল সে। তার পরেই বিপদ!
স্থানীয় সূত্রে খবর, লালপুরের মাঠে মেলায় আসরিনের কয়েক জন সহপাঠী ছিল। তার বাড়ির লোকজনও মেলায় উপস্থিত ছিলেন। মেলায় ঘুরে নাগরদোলায় চড়ে আসরিনরা। কিন্তু কয়েক পাক ঘোরার পর নাবালিকার চুল জড়িয়ে গিয়েছিল নাগরদোলার লোহার খাঁজে।
জনা কয়েক প্রত্যক্ষদর্শীর দাবি অনুযায়ী, নাগরদোলায় চুল জড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে চিৎকার করেছিল আসরিন। কিন্তু মেলার হট্টোগোলের সেই আর্তনাদ নাগরদোলার চালকের কানে যায়নি। তা ছাড়া নাগরদোলা ঘোরার সময় অনেকেই চিৎকার করে থাকেন। ফলে নাগরদোলাটি চলতে থাকে। কিছু ক্ষণের মধ্যে নাবালিকা মাটিতে পড়ে। রক্তে ভেসে যায় গোটা জায়গাটি।
মুহূর্তের মধ্যে শোরগোল শুরু হয় মেলায়। সংজ্ঞাহীন অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ। নাবালিকার দেহ ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর হাসপাতালে পাঠিয়েছে তারা।
ওই ঘটনার পর থেকে নাগরদোলার চালক পলাতক বলে খবর। পুলিশ জানিয়েছে, এখনও কারও বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা হয়নি। তবে স্বতঃপ্রণোদিত ভাবে বিষয়টি খতিয়ে দেখছে তারা।