Bangladeshi Immigrant

বাংলাদেশ থেকে বেআইনি ভাবে ভারতে প্রবেশ! মুর্শিদাবাদে ধরা পড়লেন দুই যুবক

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃত যুবকেরা দু’জনেই বাংলাদেশের ঢাকা জেলার বাসিন্দা। মাসকয়েক আগে অসম-সীমান্ত পেরিয়ে ভারতে এসেছিলেন তাঁরা।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:১৯
ধরা পড়লেন দুই বাংলাদেশি অনুপ্রবেশকারী।

ধরা পড়লেন দুই বাংলাদেশি অনুপ্রবেশকারী। — প্রতিনিধিত্বমূলক চিত্র।

রাজ্যে ফের দুই বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার। রবিবার মুর্শিদাবাদের সাগরপাড়া থানা থেকে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম কেরামত মাল ও সালাম বেদ।

Advertisement

দু’জনেই বাংলাদেশের ঢাকার বাসিন্দা। জানা গিয়েছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালায় সাগরপাড়া থানার পুলিশ। সেই সময়েই ধরা পড়েন দুই সন্দেহভাজন যুবক। দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। কিন্তু কোনও প্রশ্নেরই সদুত্তর না মেলায় সন্দেহ হয় পুলিশের। এর পরেই তাঁদের হেফাজতে চেয়ে জেলা আদালতে পেশ করা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃত যুবকেরা দু’জনেই বাংলাদেশের ঢাকা জেলার বাসিন্দা। মাসকয়েক আগে অসম-সীমান্ত পেরিয়ে ভারতে এসেছিলেন তাঁরা। তবে ঠিক কী কারণে তাঁরা বেআইনি পথে বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন, তা এখনও জানা যায়নি। এই অনুপ্রবেশকারীরা কোনও নাশকতার ছক কষছিলেন কি না, তা-ও জানার চেষ্টা করছে পুলিশ। সে সব জানতে দু’জনকেই জেরা করা হচ্ছে। বিষয়টি নিয়ে আরও তদন্ত চালিয়ে যাচ্ছেন আধিকারিকেরা।

Advertisement
আরও পড়ুন