ছবি: এআই সহায়তায় প্রণীত।
চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হল তৃণমূলের এক যুবনেতার। এই ঘটনায় শোকস্তব্ধ মুর্শিদাবাদের জেলা তৃণমূল নেতৃত্ব। মৃত যুবনেতার পরিবারকে সহানুভূতি জানিয়েছেন তাঁরা।
মুর্সিদাবাদের ফরাক্কা ব্লকের বেওয়া-২ পঞ্চায়েতের তৃণমূলের ছাত্র পরিষদের সভাপতি ছিলেন কুলদীপ মণ্ডল। বয়স ২৩ বছর। ফরাক্কা ব্লকের রামনগরের বাসিন্দা সোমবার রাতে মালদহ থেকে ডাউন কাঞ্চনকন্যা এক্সপ্রেসে চেপে ফরাক্কার বাড়ি ফিরছিলেন তিনি। হঠাৎ দুর্ঘটনা এবং মৃত্যু।
পরিবার সূত্রে খবর, বড়দিন থেকে নববর্ষ পর্যন্ত মালদা টাউনে চলা কার্নিভালে গিয়েছিলেন কুলদীপ। সোমবার রাতে মালদহ থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে ফরাক্কা ফিরছিলেন। ট্রেনে দরজার কাছে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন কুলদীপ। খালতিপুর স্টেশনে ট্রেন ঢোকার মুখে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেন থেকে রেললাইনে পড়ে যান। ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের।
মঙ্গলবার যুবনেতার মৃত্যুসংবাদ পৌঁছোয় এলাকায়। তার পরে শোকের আবহ। রেল পুলিশ কুলদীপের দেহ উদ্ধার করে মালদহ সদর হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের পর দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে।