TMC Doctors’ Organization

আরজি করে ‘ব্যর্থতা’র পর জুনিয়র ডাক্তারদের নতুন সংগঠন তৃণমূলে, শশীর নেতৃত্বে তৈরি কমিটি

তৃণমূলের চিকিৎসক সংগঠন ‘প্রোগ্রেসিভ ডক্টর্স অ্যাসোসিয়েশন’ (পিডিএ) আরজি কর পর্বে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ। দলের অন্দরেই সংগঠনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৫ ১৮:২৫
New committee of junior doctors’ organization has been formed by TMC under Sashi Panja

মন্ত্রী শশী পাঁজার নেতৃত্বে তৃণমূলের চিকিৎসক সংগঠনকে ঢেলে সাজা হচ্ছে। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

আরজি কর পর্বের ‘ব্যর্থতা’ ঢাকতে দলের চিকিৎসক সংগঠনকে ঢেলে সাজাচ্ছে তৃণমূল। জুনিয়র ডাক্তারদেরও সেই সংগঠনের সঙ্গে যুক্ত করা হচ্ছে। নেতৃত্বে রাজ্যের বাণিজ্যমন্ত্রী তথা পেশায় চিকিৎসক শশী পাঁজা। তৃণমূলের জুনিয়র ডাক্তারদের সেই সংগঠনের নাম রাখা হয়েছে ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স অ্যাসোসিয়েশন’ (ডব্লিউবিজেডিএ)। বৃহস্পতিবার গঠিত হল সেই সংগঠনের কমিটিও। মূলত নতুনদেরই এই কমিটিতে প্রাধান্য দেওয়া হয়েছে।

Advertisement

তৃণমূলের চিকিৎসক সংগঠন ‘প্রোগ্রেসিভ ডক্টর্স অ্যাসোসিয়েশন’ (পিডিএ) আরজি কর পর্বে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ। দলের অন্দরেই এই সংগঠনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। অনেকেই বলছিলেন, তৃণমূলের ছত্রছায়ায় থাকা ‘প্রোগ্রেসিভ ডক্টর্স অ্যাসোসিয়েশন’-এর চিকিৎসক নেতারা সঠিক ভাবে নিজেদের দায়িত্ব পালন করলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর নেতৃত্বাধীন সরকারকে এমন পরিস্থিতির মধ্যে পড়তে হত না। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীও প্রথম সারির চিকিৎসক নেতাদের ‘ভৎর্সনা’ করেছিলেন। তার পরেই নতুন সংগঠন তৈরির সিদ্ধান্ত হয়। পরিচিত নেতাদের সরিয়ে নতুন ‘প্রোগ্রেসিভ হেল্‌থ অ্যাসোসিয়েশন’ (পিএইচএ)-এর নেতৃত্বে আনা হয় শশীকে। তাঁর নেতৃত্বেই গড়ে ওঠে জুনিয়র ডাক্তারদের সংগঠনও।

ডব্লিউবিজেডিএ মূলত পিএইচএ-এর অধীনেই কাজ করবে। বৃহস্পতিবার এই সংগঠনের কমিটির সাধারণ সম্পাদক, সচিব-সহ একাধিক পদে চিকিৎসক নেতাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। প্রায় প্রতি ক্ষেত্রেই নতুনদের তুলে আনা হয়েছে। জুনিয়র ডাক্তারদের সংগঠনে প্রাধান্য পেয়েছে প্রত্যেক জেলা। তৃণমূল সূত্রে খবর, পরবর্তী সময়ে এই কমিটি থেকেই জেলা কমিটি তৈরি করা হবে। আলাদা কমিটি তৈরি হবে মেডিক্যাল কলেজগুলির জন্যও। আগামী দিনে যাতে তৃণমূলের সর্ব স্তরের চিকিৎসক নেতারা মূল সংগঠনে উঠে আসতে পারেন, এ ভাবেই তার ব্যবস্থা করা হচ্ছে।

কিছু দিন আগে জুনিয়র ডাক্তারদের সংগঠন প্রসঙ্গে মৌখিক বিবৃতি দিয়েছিলেন শশী। জানিয়েছিলেন, ইন্টার্ন, হাউস স্টাফ, জুনিয়র চিকিৎসক (প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বর্ষ), জুনিয়র রেসিডেন্ট চিকিৎসক এবং সিনিয়র রেসিডেন্ট (চুক্তিবদ্ধ) চিকিৎসক যেন ডব্লিউবিজেডিএ-তে নিজেদের নাম নথিভুক্ত করান। মূল সংগঠনে এই চার ধরনের চিকিৎসক সাধারণ সদস্য হিসাবে থাকতে পারবেন। আগামী দিনে রাজ্য, জেলা তথা মেডিক্যাল কলেজভিত্তিক পদাধিকারী নিয়োগ করা হবে জুনিয়র চিকিৎসকদের মধ্যে থেকে। এ ক্ষেত্রে, জুনিয়র চিকিৎসকেরা ওই সংগঠনে নথিভুক্ত থাকলে ভবিষ্যতে দায়িত্ব বণ্টনে সুবিধা হবে।

তৃণমূলের চিকিৎসক সংগঠনের এক নেতা জানিয়েছেন, আরজি কর আন্দোলনের সময় বামপন্থী সংগঠন ‘জয়েন্ট ডক্টর্স ফোরাম’ এবং তাদের জুনিয়র চিকিৎসকদের সংগঠন যে ভাবে দাপট দেখিয়েছিল, তার মোকাবিলা করতে পারেননি তৃণমূলের চিকিৎসক সংগঠনের তৎকালীন নেতারা। এ বার তাই দলের জুনিয়র ডাক্তারদের সংগঠনকে আরও মজবুত করতে উদ্যোগী হয়েছে শাসকদল।

Advertisement
আরও পড়ুন